পশ্চিমবঙ্গ Class 3 Math কুইজ: তৃতীয় শ্রেণি গণিত প্রস্তুতি মক টেস্ট (বাংলা মাধ্যম)

Our WhatsApp Group Join Now

পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যম স্কুলের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে তৈরি এই Class 3 Math কুইজ কাম মক টেস্ট। এই গণিত পরীক্ষাটি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিকে যাচাই করার এবং ভিত্তি মজবুত করার সেরা উপায়। সংখ্যা, পরিমাপ, স্থানীয় মান, যোগ, বিয়োগ, গুণ ও ভাগ—তৃতীয় শ্রেণির গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির ওপর ২০টি প্রশ্ন রাখা হয়েছে।
‘ফিনিশ’ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে স্কোর জানার পাশাপাশি সঠিক উত্তরটি দেখতে পাবে, যা শেখার প্রক্রিয়াকে করে তোলে ইন্টারেক্টিভ ও আকর্ষণীয়। সম্পূর্ণ তৃতীয় শ্রেণি গণিত সিলেবাসের সেরা প্রশ্নগুলি নিয়ে তৈরি এই মক টেস্টটি দিয়ে নিজের প্রস্তুতিকে এগিয়ে রাখো!

Class 3 Math
Class 3 Math

চলো শুরু করা যাক Class 3 Math কুইজ

১. তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে বিয়োগফল-

২. ৩৬২৫ সংখ্যাটির সকল অঙ্গগুলির স্থানীয় মানগুলির সমষ্টি কত?

৩. এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল-

৪. ৯৯৯৯৯৯ সংখ্যাটির অঙ্কগুলির প্রকৃত মানসমূহের সমষ্টি কত?

৫. দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে কত কম?

৬. তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল হবে-

৭. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল হবে-

৮. ১০০৫ চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা কত বেশি?

৯. তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কত গুণ করলে গুণফল পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে?

১০. ১১১১ × ১১১১ = কত?

১১. চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত গুণ করলে গুণফল সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে?

১২. নীচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য?

১৩. ভাজক ১২, ভাগফল ১ ও ভাগশেষ ৩ হলে ভাজ্য কত?

১৪. নীচের কোন্ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য?

১৫. পাঁচজনের কাছে মোট ৮০ টাকা থাকলে গড়ে কত টাকা আছে?

১৬. ১৮ ÷ ২ – ৩ = কত?

১৭. ৩০ × ৩০০ ÷ ৯০০০ = কত?

১৮. সবচেয়ে ছোটো দুই অঙ্কের মৌলিক সংখ্যা কত?

১৯. ১০টি পেনের দাম ৩৩০ টাকা হলে ১টি পেনের দাম কত?

২০. ৭ কিলোগ্রাম = কত গ্রাম?


তৃতীয় শ্রেণীর সাধারণ জ্ঞান থেকে একটি মক টেস্ট দেওয়ার জন্য নিচে ক্লিক করো 
👇👇👇👇👇

তৃতীয় শ্রেণীর জন্য GK কুইজ: বুদ্ধিদীপ্ত সাধারণ জ্ঞান ও অ্যানালজি চ্যালেঞ্জ: GK Questions for Class 3 স্পেশাল

1 thought on “পশ্চিমবঙ্গ Class 3 Math কুইজ: তৃতীয় শ্রেণি গণিত প্রস্তুতি মক টেস্ট (বাংলা মাধ্যম)”

Leave a Comment