Class 4 English Question: চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্ন pdf download

Class 4 English Question: আজকের নিবন্ধে আমরা ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ’, পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ইংরাজী প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবছরের অর্থাৎ ২০২৩ সালের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা ০৩/১০/২০২৩ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। তাই ইংরাজী বিষয় থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা সাধারণ ধারণা দেওয়ার জন্যই এই প্রতিবেদন।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন
Class 4 English Question
Class 4 English Question

এই প্রতিবেদনে ইংরাজীর কিছু প্রশ্ন তুলে ধরা হলো। সেইসঙ্গে গত 2015, 2016, 2017, 2018 এবং 2019 সালের বৃত্তি পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে তার একটি pdf ফাইল (Class 4 English Question) সরবরাহ করা হলো। যে ফাইলটি নিচের ডাউনলোড বটনে ক্লিক করে ডাউনলোড করে নেওয়া যাবে। এই প্রশ্নপত্র গুলি নিয়মিত অভ্যাস করলে আগত বৃত্তি পরীক্ষার জন্য চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে আশা করা হচ্ছে।

চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্ন pdf download (English)

Class 4 English Question

1. Read the following passage carefully and answer the questions below in sentence:

(নীচের অংশটি পড়ো এবং পূর্ণবাক্যে প্রশ্নগুলির উত্তর দাও)

Suddenly the train stopped with a jerk. He was brought back to the present. Some policemen were walking down the platform. They were coming towards his compartment. “Stay where you are. Don’t move. We will search everyone,” they announced. He realized at once that he had to escape. Quickly he found a window with a broken grille. He hesitated for a moment.

i) How did the train stop?

ii) Who was coming down the platform?

iii) What did he realize?

iv) What did he find?

চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার গণিতের প্রশ্নের pdf Download করার জন্য এইখানে ক্লিক করুন

2. Fill in the blanks of the following ryme :

(নিম্নলিখিত কবিতাটির শূন্যস্থান পূরণ করোঃ)

Girls and Boys, come out to___________________;

The moon is________________ bright as day;

2.

Leave your _______________and leave your sleep,

And come with your play _________________into the tree;

3. Write four sentences about any one of the following:

(নিম্নলিখিত বিষয়গুলির যে কোন একটিকে অবলম্বন করে ৪টি বাক্য লেখো 🙂

i) Iswarchandra Vidyasagar,

ii) Your School

iii) Tiger

4. Fill in the blanks with words from the help box :

(বাক্সের মধ্যে দেওয়া শব্দগুলির সাহায্যে শূন্যস্থানগুলি পূরণ করো 🙂

Dust, Coughing, avoid, flew

(a) We should always try to ____________telling lies.

(b) After the rain, there was no ______________ on the road.

(c) The bird _________________to the sky.

(d) The old man was ___________________the entire life.


5. Match the birds with their calls.: (পাখিগুলির সংগে তাদের ডাকগুলি মেলাও):

AB
Duckscrow
Doveshoot
CocksCoo
Owlquack

6. Make sentences with the following words : (নীচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করঃ)

1) Broom ____________________________________

ii) Stop ____________________________________

iii) Play ________________________________________

7. Translate any four of the following sentences into English : (নীচের বাক্যগুলির যে কোন চারটিকে ইংরেজিতে অনুবাদ করো):

(i) দিল্লি একটি বড় শহর। ________________________________

(ii) কোন্‌টি তোমার কলম? ___________________________

(iii) রবি চতুর্থ শ্রেণীতে পড়ে। ____________________________

(iv) তারা আমাকে সহজে ধরে ফেলল। __________________________

(v) প্রাণীরা আমাদের শত্রু নয়। _________________________________

(vi) তুমি আমাকে কলকাতায় নিয়ে যাবে? _____________________________

8. Fill in the blanks with a, an or the : (a, an অথবা the দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো:)

(i) He is_______________ honest boy.

(ii)______________ elephant has a trunk.

(iii) She is______________ girl.

(iv) Birds fly in ____________sky.

(v) It is ________________ umbralla.

9. Match column A with column B : (কলাম ‘A’র সাথে কলাম ‘B’ মেলাও 🙂

AB
Lipi is excitedmade of burnt clay
Some people gatheredinside Mansur’s shop
Lipi meets Rubinato buy masks
Mansur sells dollsto be at the fair

চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কথা ভেবে, ভিন্ন বিষয়ের জন্য বেশ কিছু কুইজের বন্দোবস্ত করা হয়েছে edubangla.in এ। সেই সমস্ত Quiz গুলিতে অংশগ্রহণ করার জন্য এইখানে ক্লিক করুন এবং পছন্দের বিষয়টি বেছে নিন

FAQs:

চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা কখন হবে?

চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা ৩/১০/২০২৩ তারিখ থেকে সকাল ৭ঃ৩০ মিনিট থেকে হবে।

Leave a Comment