Class 4 Quiz Questions – প্রাথমিক বিদ্যালয়ের ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর (২৪টি গুরুত্বপূর্ণ প্রশ্ন)

Our WhatsApp Group Join Now

Class 4 Quiz Questions এবং ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর নিয়ে তৈরি এই বিশেষ মক টেস্টে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বই থেকে বাছাই করা ২৪টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। Second Summative পরীক্ষার আগে এই কুইজে অংশগ্রহণ করলে শিশুরা তাদের প্রস্তুতি যাচাই করতে পারবে। মজার বিষয় হলো, পরীক্ষা শেষ করে Finish বোতামে ক্লিক করলেই তারা পাবে তাদের নম্বর, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং প্রয়োজনীয় ব্যাখ্যা। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং বিষয়ভিত্তিক জ্ঞান মজবুত করতে এই মক টেস্ট হবে সেরা সঙ্গী।

Class 4 Quiz Questions

Class 4 Quiz Questions – ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর নিয়ে পরিবেশ বিজ্ঞানের মজার মক টেস্ট

Second Summative পরীক্ষার আগে নিজের দক্ষতা যাচাই করার জন্য Class 4 Quiz Questions এবং ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর নিয়ে এই বিশেষ অনলাইন মক টেস্টে অংশ নাও।

চতুর্থ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বই থেকে বাছাই করা ২৪টি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে প্রস্তুতি হবে আরও মজবুত।
পরীক্ষা শেষ করে Finish বোতামে ক্লিক করলেই তুমি জানতে পারবে—

  • তোমার মোট প্রাপ্ত নম্বর
  • প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর
  • কোথায় ভুল হয়েছে এবং তার ব্যাখ্যা

এই মক টেস্ট পড়াশোনার সাথে সাথে তোমার আত্মবিশ্বাসও বাড়িয়ে দেবে। পরীক্ষার আগে জেনে নাও, তুমি কতটা প্রস্তুত!

চলো শুরু করা যাক

 

Results

Congratulations! You have passed this exam.

You didn’t pass this exam, but don’t be sad. Prepare well and try again — you can do it!

#1. দূরবিন আবিষ্কার করেন ____________।

#2. পটুয়ারা তৈরি করেন _________।

#3. ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোটো হয়___________রাতে।

#4. মঙ্গল গ্রহের বুকে নেমেছে যে সন্ধানী যান তার নাম____________

#5. ব্রোঞ্জ তৈরি হয় যে দুটি মিশিয়ে সেগুলি হল-__________।




#6. একটি বলয় গ্রহ হল __________।

#7. একটি টুল হল________________।

#8. বশিষ্টের স্ত্রীর নাম ____________।

#9. একটি ভেষজ উদ্ভিদ হল___________ গাছ।

#10. দার্জিলিং-এ __________-এর চাষ হয়।




#11. বাঁশ ও বেতের জিনিস পাওয়া যায়__________ জেলায়।

#12. সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগে____________দিন।

#13. পৃথিবীর একটি উপগ্রহ_________।

#14. _________ এর নিজস্ব আলো আছে।

#15. উদ্ভিদ পরিবেশকে________করে।




#16. টুল ব্যবহার করলে ____________।

#17. তুলসী পাতার রস ___________উপশমে ব্যবহার হয়।

#18. শান্তিনিকেতন অবস্থিত ________________জেলায়।

#19. প্রথম ব্যক্তি যিনি মহাকাশে গেছেন তার নাম হল ___________।

#20. কলকাতার কুমোরটুলিতে গড়ে উঠেছে ____________।




#21. চাঁদ পৃথিবীর চারিদিকে অনবরত ঘুরছে_______________।

#22. সপ্তর্ষিমণ্ডল দেখা যায় আকাশের _____________ দিকে।

#23. সৌরজগতের তৃতীয় গ্রহটি হল ___________ বুধ।

#24. ভারতের সর্বপ্রথম কে মহাকাশ স্পেস স্টেশনে গিয়েছেন?

Previous
Finish

আরেকটি মক টেস্টের জন্য নিচে ক্লিক করুন!
👇👇👇👇👇

ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর: Maths Quiz for Class 4

Leave a Comment