আজকের প্রতিবেদনে (Free Online Mock Test: Class IV, 1st summative evaluation 2023) চতুর্থ শ্রেণীর পরিবেশ বিদ্যা বিষয় থেকে ৩০ টি প্রশ্ন নিয়ে একটি মক টেস্টের আয়োজন করা হয়েছে। প্রশ্নগুলি প্রত্যেকটি MCQ type ।
সবকটি প্রশ্নের উত্তর দেওয়ার পর সবশেষে ফিনিশ(FINISH) বটনে ক্লিক করলেই তৎক্ষণাৎ মক টেস্টের রেজাল্ট দেখতে পাওয়া যাবে, এবং সাথে সাথেই সঠিক উত্তরগুলিও দৃশ্যমান হবে। এখানে ৫০ শতাংশ নাম্বার পেলে পাস মার্কস ধার্য করা হয়েছে। তোমাদের পরীক্ষা কেমন হলোতা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলনা। তাহলে চলো আর দেরি না করে চটপট পরীক্ষা দিয়ে তোমার প্রস্তুতি যাচাই করে নাও।
Class IV: 1ST summative evaluation 2023
#1. যে জিনিস যত –-------------তার ভর তত বেশি।
#2. লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন-
#3. উদ্ভিদের তৈরি খাদ্যে জমা থাকে –
#4. গাছ শ্বাসক্রিয়ার সময় কোনটি গ্রহণ করে ?
#5. বাতাসে সবথেকে বেশি পরিমাণে আছে –
#6. তরল থেকে কঠিনে বস্তুর অবস্থার পরিবর্তনের উদাহরণ –
#7. শিরদাঁড়া নেই এমন একটি প্রাণী হল –
#8. সাধারনত জন্মের কত মাস পর থেকে দাঁত উঠতে শুরু করে ?
#9. আঁশযুক্ত একটি মাছ হল –
#10. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে –
#11. হাঁস-মুরগিকে মানুষ পোষ মানিয়েছিল মূলত কি পাবার জন্য ?
#12. কুকুরকে পোষ মানানো হয়েছিল কি জন্য ?
#13. কোন প্রাণীর আঙুলগুলি পাতলা চামড়া দিয়ে জোড়া ?
#14. পাহাড়ি অঞ্চলের গাছ হল –
#15. ভাদ্র ও আশ্বিন হল ____________ঋতু
#16. জলে জন্মায় এমন একটি উদ্ভিদ হল-
#17. অবলুপ্ত হয়ে গেছে কোন পাখিটি ?
#18. গাছের খাবার তৈরিতে যে গ্যাসের প্রয়োজন তা হল –
#19. গায়ের রং বদলাতে পারে –
#20. তরল পদার্থের নিজস্ব কোনটি নেই ?
#21. সাপ, টিকটিকি, গিরগিটি এরা কিভাবে চলে ?
#22. একটি তরল পদার্থ হল-
#23. আমাদের মুখে কত ধরনের দাঁত থাকে ?
#24. দাঁড়িপাল্লার সাহায্যে বস্তুর কি মাপা হয় ?
#25. মরিশাস কোন সাগরের বুকে অবস্তিত একটি দ্বীপ ?
#26. গাছ শ্বাসক্রিয়ার সময় কোন গ্যাস পরিবেশে ফিরিয়ে দেয় ?
#27. পশ্চিমবঙ্গের কোথায় এক সিং ওয়ালা গন্ডার কোথায় পাওয়া যায় ?
#28. রয়েল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায় ?
#29. সিংহ পাওয়া যায় কোন অভয়ারণ্যে ?
#30. মুগা রেশম মথ কোথায় পাওয়া যায় ?
Results
তুমি এই পরীক্ষাটিতে সফল হয়েছো। তোমার জন্য অনেক শুভকামনা রইল।
তুমি পরীক্ষাটিতে সাফল্য লাভ করতে পারোনি। কিন্তু সেজন্য কোন চিন্তা নেই, তুমি আরো ভালো করে চেষ্টা করো । পরবর্তী সময়ে তুমি অবশ্যই কৃতকার্য হবে।
চতুর্থ শ্রেণীর জন্য গাণিতিক কুইজে অংশগ্রহণের জন্য এইখানে ক্লিক করুন।
Good