সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের কোর্স, বিস্তারিত – Course in Psychological Counselling

Course in Psychological Counselling
Course in Psychological Counselling

Course in Psychological Counselling: অনেকেরই আগ্রহ থাকে সাইকোলজিক্যাল বিভাগ নিয়ে কাজকর্ম করার। তাদের জন্য রইল সুবর্ণ সুযোগ। সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে জয়প্রকাশ ইনস্টিটিউট অব সোশ্যাল চেঞ্জ। যারা সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ের এই স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স-এ ভর্তি হতে চান তাদের জন্য আজকের এই প্রতিবেদন। সমাজবদ্ধ জীবনের নানান জটিলতা আমাদের অনেক সময়ই এলোমেলো করে দেয়। জটিল মনস্তাত্ত্বিক মানসিক গঠনও অনেক ক্ষেত্রে সমস্যায় ফেলে। সাইকোলজিক্যাল কাউন্সেলিং মনের সমস্যা সমাধানের প্রথম ধাপ। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

Course in Psychological Counselling (সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের কোর্স, বিস্তারিত)

অনেকেই সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্টের কাজের জায়গা বুঝতে ভুল করেন। এই দুই শাখার কাজের ধরন একে অপরের থেকে অনেকটাই আলাদা। সাইকিয়াট্রি পড়া যায় এমবিবিএস যোগ্যতায়। হাসপাতাল, ক্লিনিক বা ব্যক্তিগত চেম্বারে চিকিৎসক হিসেবে রোগী দেখা যায়। সাইকিয়াট্রিস্ট ওষুধ প্রেস্ক্রাইব করতে পারেন।

অন্য দিকে সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ে নির্দিষ্ট থিয়োরি ও মেথডলজি অনুসরণ করে সমাধানের রাস্তা খোঁজা হয়। মূলত কথাবার্তা, আলোচনা, ব্যবহারিক থেরাপির মাধ্যমে মনের অবস্থা স্বাভাবিক করে তোলার চেষ্টা করা হয়। সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ে স্পেশ্যালাইজেশনের সুযোগ থাকে ম্যারেজ কাউন্সেলিং, এডুকেশনাল কাউন্সেলিং, রিহ্যাবিলিটেশন কাউন্সেলিং, ক্লিনিক্যাল মেন্টাল হেলথ কাউন্সেলিং-সহ নানান দিকে। কাজের সুযোগ থাকে স্কুল, হাসপাতাল, সংশোধনাগার, ক্রীড়াজগতের বিভিন্ন প্রতিষ্ঠানে। কর্মী বা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার উদ্দেশ্যে সংস্থার তরফেই তাঁদের নিয়োগ করা হয়। তাছাড়া স্বাধীন ভাবে কাজ করারও সুযোগ আছে।

Agriculture Science Courses: কল্যাণী বিশ্ববিদ্যালয় স্বীকৃত SIASTM-এ কৃষিবিজ্ঞান কোর্স – এইখানে ক্লিক করুন

কোথায় পড়বেন (Course in Psychological Counselling)

জয়প্রকাশ ইনস্টিটিউট অব সোশ্যাল চেঞ্জ: সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে জয়প্রকাশ ইনস্টিটিউট অব সোশ্যাল চেঞ্জ। এক বছর মেয়াদের সান্ধ্যকালীন কোর্স। পড়ানো হবে প্রতি সপ্তাহের সোম, মঙ্গল, বুধ ও শনিবার, বিকেল সাড়ে পাঁচটা থেকে আটটা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা:

যে-কোনও শাখায় স্নাতক।

বয়স:

আবেদনকারীর বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।

আবেদনের ফি:

আবেদনের ফি বাবদ দিতে হবে ৩০০ টাকা।

আবেদন করবেন কিভাবে :

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদনপত্র ডাউনলোড পাবেন এই ওয়েবসাইট থেকে www.jpinstitute.org এছাড়া সরাসরি অফিসে গিয়েও আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র যথাযথ করে প্রয়োজনীয় নথিপত্রের নকল সহ জমা দিতে হবে প্রতিষ্ঠানের অফিসে, এই ঠিকানায়:

Dd-18/4/1, DD Block, Sector 1, Bidhannagar, Kolkata, West Bengal-700 064.