Download Food SI Math Practice Set PDF 5: ফুড সাব ইন্সপেক্টর গণিত প্র্যাকটিস সেট

Download Food SI Math Practice Set PDF 5
Download Food SI Math Practice Set PDF 5

Download Food SI Math Practice Set PDF 5: আসন্ন Food SI পরীক্ষার কথা চিন্তা করে, বিগত সালগুলির ম্যাথমেটিক্স এর প্রশ্নের ধরন বিচার করে, আমরা বেশ কিছু ম্যাথমেটিক্স এর প্র্যাকটিস সেট তৈরি করেছি। যেগুলি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করা হচ্ছে। আপনারা নিয়মিত এই প্র্যাকটিস সেট গুলির PDF ফাইল ডাউনলোড করে বাড়িতে অভ্যাস করুন এবং নিজের দক্ষতাকে বাড়িয়ে তুলুন। আপনাদের সাফল্যই আমাদের একমাত্র লক্ষ্য।
নিচে দেওয়া লিংকে ক্লিক করে ম্যাথমেটিক্স থেকে দেওয়া ৫০ টি প্রশ্নের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেওয়া যাবে।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

বিশেষ দ্রষ্টব্য: পিডিএফ ফাইলটির শেষ পৃষ্ঠায় প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে।

Download Food SI Math Practice Set PDF 5

উপরের PDF ফাইলটিতে যে সমস্ত ম্যাথমেটিক্স এর প্রশ্নগুলি রয়েছে তার থেকে কিছু নমুনা প্রশ্ন নিচে উল্লেখ করা হলো।

1. সবচেয়ে ছোটো কোন সংখ্যাকে 7, 8 অথবা 9 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে?

(a) 499

(b) 599

(c) 549

(d) 509

2. পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও তিন পুত্রের বয়সের গড় 3/2 বছর কম। মাতার বয়স 30 হলে পিতার বয়স কত?

(a) 30 বছর

(b) 36 বছর

(c) 37 বছর

(d) 38 বছর

3. দুটি সংখ্যার অনুপাত 4 : 5 এবং তাদের গসাগু 5। সংখ্যা দুটির সমষ্টি কত হবে?

(a) 45

(b) 36

(c) 65

(d) 27

4. দুটি সংখ্যার অনুপাত 7:11, প্রত্যেক সংখ্যার সঙ্গে 6 যোগ করলে, অনুপাত হয় 5:7। সংখ্যা দুটি কত?

(a) 14, 22

(b) 7, 11

(c) 21, 33

(d) 24, 32

5. দুই প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 8: 3 এবং 15:7; এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কী হবে?

(a) 5:2

(b) 4:5

(c) 3:4

(d) 2:3

WBPSC Food SI Practice Set pdf 2 ফাইলটি ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

6. কোনো শহরের লোকসংখ্যা 15,625 জন। প্রতি বছর ৪% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোকসংখ্যা কত হবে?

(a) 16,983 জন

(b) 18,693 জন

(c) 19,683 জন

(d) 19,638 জন

7. বাদাম তেলের বাজার দাম 30% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের বাদাম তেলের ব্যবহার 30% হ্রাস করে। ওই পরিবারে বাদাম তেলের জন্য বরাদ্দ খরচ—

(a) একই থাকে

(b) 9% বৃদ্ধি

(c) 6% হ্রাস

(d) 9% হ্রাস

8. বার্ষিক 6% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 300 টাকা হলে, একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ কত হবে?

(a) 310 টাকা

(c) 307 টাকা

(b) 308 টাকা

(d) 309 টাকা

9. যদি 6 বছর আগে পিতার পুত্রের বয়সের 3 গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 2 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত?

(a) ৪ বছর

(c) 12 বছর

(b) 3732-%

(d) 33%

10. পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে বৃহত্তম সংখ্যাটি হবে—

(a) 40

(b) 39

(c) 41

(d) 42

PDF DOWNLOAD ZONE
File Name :Food Si Math Practice Set PDF 5
SubjectMathematics
Language :বাংলা
Size :2.4 MB
Clik Here To Download