West Bengal Primary TET Environmental Studies Mock Test 2024

Our WhatsApp Group Join Now

পশ্চিমবঙ্গ প্রাথমিক TET (West Bengal Primary TET) পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই এনভায়রনমেন্টাল স্টাডিজ মক টেস্ট (Environmental Studies Mock Test)! এখানে পাবেন পরিবেশ বিজ্ঞান (EVS) থেকে নির্বাচিত ৩০টি প্রশ্ন, যা সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ টপিকগুলি কভার করে। প্রতিটি প্রশ্নের চারটি অপশন থেকে সঠিক উত্তর বেছে নিন, “ফিনিশ” বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার স্কোর, পার্সেন্টেজ এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর (Mock Test with Answers)। নিজের প্রস্তুতি যাচাই করে নিন এখনই!

Environmental Studies Mock Test

WB Primary TET Mock Test 2: ব্যক্তিগত পার্থক্য (individual difference)

চলো শুরু করা যাক! (Let’s Begin!)

 

#1. সমস্যা সমাধান শিক্ষন সর্বোচ্চ। কারণ-

#2. একজন শিক্ষক / শিক্ষিকা জলচক্র পড়াচ্ছেন। এখানে তিনি কোন শিক্ষা-সহায়ক উপকরণ ব্যবহার করবেন?

#3. পরিবেশবিদ্যায় আর্সেনিক দূষণ সম্পর্কে সেমিনার আয়োজন করা হয়েছে, সেখানে কোন পদ্ধতি বেশি কার্যকর?

#4. শ্রেণিকক্ষে পরিবেশবিদ্যা সম্পর্কে ধারণা ব্যাখ্যায় পদ্য ও গল্প বলা গুরুত্বপূর্ণ কেন?

#5. জলের ওপর তলকে কী বলা হয়?




#6. প্রাথমিক পরিবেশ পরিচিতি শিক্ষার ক্ষেত্রে উপযোগী পদ্ধতি কোনটি?

#7. পরিবেশ ও পরিবেশবিদ্যার ওপর প্রয়োগের জন্য প্রশিক্ষণের ভূমিকা –

#8. আমাদের দেশে সর্বাপেক্ষা দীর্ঘ জাতীয় সড়ক কোনটি?

#9. কত সালে ভারতে ‘জয়েন্ট ফরেক্ট ম্যানেজমেন্ট’ সেল গঠিত হয়েছিল?

#10. পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্যগুলি প্রথম তালিকাভুক্ত হয়-




#11. পরিবেশ বিষয়ে বিশ্লেষণাত্মক আলোচনার একটি ক্ষেত্র হল –

#12. ‘ভারতের পক্ষীমানব’ কাকে বলা হয়?

#13. অভিজ্ঞতা তাত্ত্বিক ব্যাখ্যাকে সহজ করে তোলে, অভিজ্ঞতা ব্যতীত তত্ত্ব গ্রহণ করা সহজ নয়। এই বক্তব্যটি কার?

#14. নীচের কোন বক্তব্যের সঙ্গে প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যা শিক্ষার একটি উদ্দেশ্য ব্যক্ত আছে?

#15. ‘কনভেনশন অন বায়োডাইভারসিটি’ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?




#16. ‘Kyoto Protocol’ বিভিন্ন দেশের মধ্যে হওয়া এক আন্তর্জাতিক চুক্তি, যার উদ্দেশ্য হল-

#17. ‘Blue baby syndrome’-এর কারণ কী?

#18. ‘সাইলেন্ট ভ্যালি’ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

#19. বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সঙ্গে সম্পর্ক নিয়ে কোন সংস্থায় ব্যাপকভাবে ব্যাখ্যা করা হয়েছে?

#20. শ্রবণ ও পর্যবেক্ষণ উভয় ক্ষেত্রেই নীচের কোনটি সাধারণ ?




#21. সমুদ্রের যে অঞ্চলে আলো পৌঁছয় না তাকে কী বলে?

#22. পরিবেশ বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য কী?

#23. ভারতের দক্ষিণতম বিন্দু থেকে নিরক্ষরেখার দূরত্ব কত কিলোমিটার ?

#24. যে জলে DO কম, সেই জল কেমন?

#25. বাস্তুতন্ত্রে উদ্ভিদগোষ্ঠী সংক্রান্ত আলোচনা করা হয় যেখানে, তাকে কী বলে?




#26. ইকোট্যুরিজম কী?

#27. ‘পরিবেশে শিশুর স্থান’ -এই ধরনের সমস্যা কোন স্তরে থাকবে?

#28. ‘Green Muffler’ নীচের কোনটির সঙ্গে সম্পর্কিত?

#29. বিদ্যালয় শিক্ষার গুণগত মানের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কী?

#30. ভিটামিন ‘A’ হল-




Previous
Finish

Results

PASSED

FAILED


টিপ (Tip): এই মক টেস্টটি (TET Practice Set) অনুশীলন করে প্রাথমিক TET-এর পরিবেশ অধ্যয়ন বিভাগে (Primary Teacher Exam) নিজেকে করুন আরও দক্ষ! 🚀

1 thought on “West Bengal Primary TET Environmental Studies Mock Test 2024”

Leave a Comment