ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা প্রস্তুতি: Food SI 2023 Mock Test 2

Food SI 2023 Mock Test 2
Food SI 2023 Mock Test

Edubangla তে সকলকে স্বাগত! আজকের প্রতিবেদনে আমরা Food SI 2023 Mock Test 2 এর আয়োজন করেছি। এখানে যে লিখিত পরীক্ষা হয় সেখানে জেনারেল স্টাডিজ থেকে ৫০টি কোশ্চেন থাকে, এবং পাটিগণিত বিভাগ থেকে থাকে ৫০ টি কোশ্চেন।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

জেনারেল স্টাডিজ থেকে যে ৫০ টি কোশ্চেন থাকে তার প্রস্তুতির জন্য ভৌতবিজ্ঞান বিভাগ থেকে কিছু প্রশ্ন নিয়ে একটি মক টেস্ট এর আয়োজন করা হয়েছে। সমস্ত প্রশ্নের উত্তর দেয়ার পর সবশেষে সাবমিট বটনে ক্লিক করলেই প্রশ্নের সঠিক উত্তরগুলি সাথে সাথে আপনার প্রাপ্ত নাম্বারটিও দৃশ্যমান হবে। চলুন শুরু করা যাক।

Food SI 2023 Mock Test 2

 

#1. নীচের কোনটি সঠিক জোড় নয়?

#2. বৈদ্যুতিক ইস্ত্রিতে অভ্র ব্যবহার করা হয়, কারণ অভ্র–

#3. জার্মেনিয়াম ও সিলিকনকে কোন্ শ্রেণীভুক্ত করা হয়?

#4. স্বরকল্প সৃষ্টির জন্য দুইটি তবঙ্গের কি থাকা প্রয়োজন?

#5. বায়ুচাপ সাধারণত সর্বোচ্চ হয়, যখন বায়ু–




#6. এক কুলম্ব আধানে কত সংখ্যক ইলেকট্রন থাকে?

#7. তড়িৎবাহী তারের কাছে চুম্বক থাকলে তা বিক্ষিপ্ত হয়। কে এটা আবিষ্কার করেন?

#8. শক্তির অপচয় বেশী না করে পরিবর্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করে—-

#9. মেন সুইচের ফিউজ তার হচ্ছে–

#10. নীচের কোন জোড়াটি সঠিক নয়?




#11. নীচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়?

#12. দুটো বৈদুতিক বাতি 25W ও 100W একই বিভব প্রভেদে কার্যকরী হলে কোন্‌টির রোদ বেশী?

#13. ফিউজ তারের উপাদান কী?

#14. অ্যামিটার নিম্নরোধের যন্ত্র, কিন্তু ভোল্টমিটার উচ্চ-রোধের যন্ত্র।

#15. 240W, 60W বাতির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রা—–




#16. টর্চ একটানা জালিয়ে রাখলে অনুজ্জ্বল হতে থাকে। এর কারণ—

#17. পিতলের দণ্ডকে পশমের টুকরো দিয়ে ঘষলে পিতলের দণ্ডে দেখা যাবে—

#18. নীচের কোনটি ঠিক নয়?

#19. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?

#20. পেট্রোলের রাসায়নিক নাম কী?




#21. TEL কথাটির পুরো নাম কী?

Previous
Finish

Results

PASS

FAIL

ফুড সাব ইন্সপেক্টর মক টেস্ট 4

Leave a Comment