Physics Mock Test for all gov. exam [Specially Food SI Exam 2023] 1

Food SI Exam 2023
Food SI Exam 2023

Edubangla তে সকলকে স্বাগত! আজকের প্রতিবেদনে আমরা Food SI Exam 2023 যার বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ হবে, সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আলোচনা করতে চলেছি। এখানে যে লিখিত পরীক্ষা হয় সেখানে জেনারেল স্টাডিজ থেকে ৫০টি কোশ্চেন থাকে, এবং পাটিগণিত বিভাগ থেকে থাকে ৫০ টি কোশ্চেন। মোট ১০০ টি কোশ্চেন এর আনসার করতে হবে।

বিগত 2014 বা 2019 সালে যে পরীক্ষা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে, জেনারেল স্টাডিজ এর মধ্যে ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান সংবিধান অর্থনীতি সাধারণ জ্ঞান কম্পিউটার ইত্যাদি বিভাগ থেকে মোট ৫০ টি প্রশ্ন এসেছে। প্রয়োজন হলে আপনারা এখানে ক্লিক করে 2019 সালের প্রশ্নপত্র টি ডাউনলোড করে নিতে পারেন।

Food SI Exam 2023
২০১৯ সালে কোন কোন বিভাগ থেকে প্রশ্ন এসেছে

আজ আমরা জেনারেল স্টাডিজ এর অন্তর্গত ভৌতবিজ্ঞান বিষয় থেকে ৪৫ টি প্রশ্ন নিয়ে একটি কুইজের আয়োজন করেছি। আপনারা যারা WBPSC FOOD SI EXAM 2023 এর জন্য প্রিপারেশন করছেন তারা এটিতে অংশগ্রহণ করতে পারেন এবং নিজেদের প্রস্তুতিকে যাচাই করে নিতে পারেন। সবশেষে সাবমিট অপশনে ক্লিক করার পর আপনি সমস্ত প্রশ্নের সঠিক উত্তরগুলিও দেখতে পাবেন।

চলুন শুরু করা যাক (Food SI Exam 2023 preparation):

#1. এক খণ্ড বরফের উপর একটা কৰ্ক আছে এবং বরফখণ্ড জলের উপর ভাসছে – বরফ সম্পূর্ণ গলে গেলে যে পাত্রের জলে বরফখণ্ড ভাসছিল তার জলতলের কি পরিবর্তন হবে?

#2. যখন কোন বস্তুকে উর্ধমুখে উৎক্ষিপ্ত করা হয় তখন -

#3. নীচের কোন্ ক্ষেত্রে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়?

#4. কোন উলম্ব তলে পৃথিবীর চুম্বক অভিমুখ এবং এই স্থানের অনুভূমিক দিকের ভিতরকার কোণকে ওই স্থানের _____________বলে

#5. দুটো কম্পমান উৎসের অনুনাদ তখনই হয়, যখন তাদের কম্পাঙ্ক —---------------।

#6. যখন গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করা হয় তখন—

#7. যখন প্রস্তর খণ্ড চাঁদ থেকে পৃথিবীতে আনা হয় তখন -

#8. শূন্য মাধ্যমে নীচের তিনটি বস্তুকে একসঙ্গে ছেড়ে দিলে কোন্‌টি আগে মাটিতে পড়বে?

#9. যে নীতিতে জেট ইঞ্জিন কাজ করে ----------

#10. যখন বন্দুক থেকে গুলি ছোঁড়া হয়---

#11. শব্দ-তরঙ্গ অপেক্ষাকৃত বেশী বেগে যায় যদি-

#12. নির্দিষ্ট কম্পাঙ্কের ক্ষেত্রে শব্দের প্রাবল্য নির্ভর করে-

#13. চুম্বক কম্পাস যে ভৌগোলিক উত্তর মেরুকে সঠিকভাবে নির্দেশ করে না এই মত কে প্রথম প্রকাশ করেন?

#14. কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়?

#15. কোন বৈজ্ঞানিক প্রথম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দূরের কোন জায়গায় প্রেরণ করেন?

#16. কে প্রথম বলেন- ‘পৃথিবী নিজে একটি চুম্বক' ?

#17. নীচের কোন ক্ষেত্রে আলোর বেগ সর্বাধিক?

#18. রক্ষকের কাজ হল চুম্বকের চুম্বকত্ব দীর্ঘায়িত করা।

#19. পৃথিবীর চৌম্বক বলরেখা -

#20. বিচ্যুতি কোণের মান কোন স্থানের ক্ষেত্রে--

#21. নীচের কোন কম্পাঙ্কের শব্দকে আমরা শুনতে পাই না?

#22. নীচের কোনটি অচৌম্বক পদার্থ?

#23. বিনতি কোন--

#24. একই উষ্মতা ও চাপে কোথায় শব্দের বেগ বেশী?

#25. আন্ট্রাসোনিক তরঙ্গের কম্পাঙ্ক-

#26. পর পর দুটো সংকোচনের ফলে লাউড স্পিকার থেকে শব্দ কতদূর পর্যন্ত বিস্তার লাভ করে?

#27. শব্দের থেকে বেশী বেগকে বলা হয় সুপারসোনিক বেগ-

#28. হাইড্রোফোন যন্ত্র ব্যবহৃত হয় -

#29. শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্র হল-

#30. নির্দিষ্ট কম্পাঙ্কের সুরশলাকার কম্পনের বিস্তার সময়ের সাথে-

#31. তরঙ্গের ক্ষেত্রে কণার সাম্যাবস্থান থেকে সর্বাধিক দূরত্বকে বলে -

#32. কোন স্থির শ্রোতার দিকে আগুয়ান উৎসের শব্দ শ্রোতার কাছে শব্দের মূল কম্পাঙ্ক থেকে বেশী কম্পাঙ্কের এসে পৌঁছায়, তাকে বলে-

#33. আল্টাসোনিক তরঙ্গ ব্যবহৃত হয়-

#34. কোন সংবেদনশীল যন্ত্রকে বাইরের চুম্বক ক্ষেত্র থেকে প্রভাবমুক্ত রাখার জন্য কী ব্যবহৃত হয়?

#35. একমাত্র কোন্ বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কন্ঠস্বর চেনা যায়?

#36. বায়ুতে শব্দের গতিবেগ--

#37. অন্ধকারে বাদুড় কি করে ধাক্কা না খেয়ে উড়তে পারে?

#38. পৃথিবীর উপরিতলে যেখানে বিনতি কোণ 0° তাকে বলে চৌম্বক বিষুবরেখা। কোথা দিয়ে এই চৌম্বক রেখা গেছে?

#39. তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি করা হয়-

#40. SONAR (Sound Navigation Ranging ) কোন কাজে ব্যবহৃত হয়?

#41. বৈদ্যুতিক শক্তি কীভাবে উৎপাদন করা হয়?

#42. ট্রানজিস্টর কে আবিষ্কার করেন?

#43. নীচের কোনটি তড়িৎ উৎপাদন করে?

#44. বৈদ্যুতিক আর্কবাতির ফিলামেন্ট কীসের তৈরি?

#45. যখন কোন বর্তনীর রোধ বেড়ে যায় তখন তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রা—

Finish

Results

-

এই মক টেস্টটিতে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ৬০% এরও বেশি নম্বর পেয়েছেন। এডুবাংলা তরফ থেকে আপনাকে জানাই যে প্রস্তুতি চালিয়ে যান সাফল্য আপনার সামনেই আছে।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

এই মক টেস্টটিতে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি পুনরায় ভালো করে প্রস্তুতি নিয়ে চেষ্টা করতে পারেন।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

SSC MTS 2023 : বিজ্ঞপ্তি, অনলাইন আবেদন, যোগ্যতা, এবং শেষ তারিখ

1 thought on “Physics Mock Test for all gov. exam [Specially Food SI Exam 2023] 1”

Leave a Comment