Food SI Mock Test 6: ফুড সাব ইন্সপেক্টর মক টেস্ট Download Math. Pdf

Food SI Mock Test 6
Food SI Mock Test 6

Food SI Mock Test 6: তোমরা যারা Food SI পরীক্ষার জন্য ইতিমধ্যেই আবেদন করেছো এবং ওই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে নিয়েছো তাদের জন্য আজকের প্রতিবেদন। তোমাদের সেই অভ্যাসকে আরো একধাপ আগিয়ে নিয়ে যাবার জন্য আজকের প্রতিবেদনে থাকছে ফুড সাব ইন্সপেক্টর মক টেস্ট 6। জেনারেল নলেজ থেকে 50 টি প্রশ্ন নিয়ে আজকে আরো একটি মক টেস্টের আয়োজন করা হয়েছে। সবশেষে FINISH বটনে ক্লিক করলে সঠিক উত্তর সহ মক টেস্টের ফলাফল তৎক্ষণাৎ দেখতে পাওয়া যাবে।

এই Mock Test দিয়ে তোমরা তোমাদের প্রস্তুতি কোন পর্যায়ে আছে তা জানতে পারবে। এর পাশাপাশি তোমরা বিভিন্ন সাবজেক্ট এর জন্য তোমাদের দুর্বলতা গুলিকে সহজেই অতিক্রম করতে পারবে। আজকের Mock Test-এ গণিত থেকে কোন প্রশ্ন দেওয়া হয়নি। গণিত বিভাগ থেকে প্র্যাকটিস করার জন্য নিচে দেওয়া ডাউনলোড অপশনে ক্লিক করে ৫০ টি গণিতের প্রশ্ন ডাউনলোড করে নেয়া যাবে তোমরা সেগুলি বাড়িতে রীতিমতো অভ্যাস করলে আশা করি এই পরীক্ষাতে খুব ভালো ফল করতে পারবে। চলো শুরু করা যাক।

Food SI Mock Test 6

#1. 'Ambedkar: A Life' বইটি কার লেখা?

#2. ‘ডালখই’ কোন্ অঞ্চলের নৃত্য ?

#3. কুতুবউদ্দিনের সেনাপতির নাম কী ?

#4. বাবর প্রথম কামানের ব্যবহার কোন্ যুদ্ধে করেছিলেন ?

#5. সাধারণ ব্রাষ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?

#6. ভারতের কোথায় ধান গবেষণাকেন্দ্র গড়ে উঠেছে ?

#7. লালমুখ বানর কোথায় দেখা যায় ?

#8. সানফ্রানসিস্কোর গোল্ডেন গেট ব্রিজের অনুকরণে পশ্চিমবঙ্গের কোন্ ব্রিজ তৈরি হয়েছে ?

#9. নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত ক্ষমতা ও ক্রিয়ার নির্দেশ সংবিধানের কোন্ বিধিতে নিবদ্ধ আছে ?

#10. সংবিধানের কোন্ অনুচ্ছেদে কেন্দ্র ও রাজ্য সম্পর্কের দিক নির্দেশ রয়েছে ?

#11. ‘Human Anatomy' বইটি লিখেছেন ___

#12. ‘গিড্ডা’ কোন্ অঞ্চলের নৃত্য ?

#13. ফিরোজাবাদ শহর কে প্রতিষ্ঠা করেন ?

#14. শাহজাহানের দ্বিতীয় পুত্র সুজা কোথাকার শাসক ছিলেন ?

#15. ভারতের বৃহত্তম আণবিক বিদ্যুৎকেন্দ্রের নাম কী ?

#16. পশ্চিমবঙ্গে একশৃঙ্গ গন্ডার কোন্ জঙ্গলে দেখতে পাওয়া যায় ?

#17. ভারতের প্রথম বিমানশিল্প কারখানা কোথায় গড়ে ওঠে ?

#18. ভারতীয় সংবিধানের কোন্ অনুচ্ছেদে CAG-এর সম্পর্কে বলা হয়েছে ?

#19. প্রথম রাজ্যসভা কবে গঠিত হয়?

#20. ভারত মিশ্র অর্থনীতি হিসেবে স্বীকৃতি নিয়েছে—

#21. ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি দিয়েছিলেন—

#22. পরিবেশের ক্ষতিকারক কোন্ ধাতুর যৌগ মোটরগাড়ি নিঃসৃত ধোঁয়ায় থাকে ?

#23. পানীয় জলের উপাদানগুলি কী ?

#24. যারা মৃত জীবদেহের উপর ক্রিয়া করে তাকে কী বলা হয় ?

#25. আন্তর্জাতিক স্তরে কত খ্রিস্টাব্দে পরিবেশবিদ্যার কর্মসূচি আরম্ভ হয় ?

#26. WWF-এর সদর দফতর কোথায় অবস্থিত?

#27. বিপর্যয় ব্যবস্থাপনার জন্য NDRF গঠন করা হয়—

#28. খাইবার পাস কোথায় অবস্থিত ?

#29. নীচের কোন্ নদীটি মধ্য ভারত থেকে প্রবাহিত হয়ে যমুনা/গঙ্গায় মিলিত হয়েছে ?

#30. কোন্ রাজ্যের প্রথম e-Court হল ওসমানাবাদ ডিস্ট্রিক্ট কোর্ট?

#31. বারাণসী ও ডিব্রুগড়ের মধ্যে ‘গঙ্গা বিলাস’ নামে বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ লঞ্চ করলেন কে ?

#32. Urban-20 City Sherpas মিটিং অনুষ্ঠিত হয়েছিল—

#33. নীচের কোন্ শহরের নাম পরিবর্তন করে ছত্রপতি সন্ত্রাজিনগর রাখা হবে ?

#34. ইলোরা অজন্তা আন্তর্জাতিক উৎসব-2023 ভারতের কোন্ রাজ্যে অনুষ্ঠিত হয় ?

#35. উদ্ভিদের যে অংশ সাধারণত বায়ুদূষণ ঘটায় সেটি হল—

#36. লেড প্রধানত—

#37. সাম্যের অধিকার স্বীকৃত হয়েছে—

#38. লোকসভার কার্যকাল—

#39. জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে ?

#40. 2 দিন ব্যাপী Military Literature Festival-এর আয়োজন করল কোন্ শহর ?

#41. পাম অয়েল উৎপাদনের জন্য Patanjali Foods কোম্পানির সঙ্গে পার্টনারশিপ গড়ল কোন্ রাজ্য ?

#42. এশিয়ার প্রথম ভাসমান উৎসব অনুষ্ঠিত হল কোথায় ?

#43. 1000 বছরের পুরোনো ভগবান কুন্থুনাথ -এর মূর্তি পাওয়া গেল কোথায় ?

#44. রাষ্ট্রকুট বংশের কোন্ রাজার নাম ছিল ‘নিরুপম’ ?

#45. বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী ?

#46. গোবর গ্যাসের অন্য নাম _____

#47. নাইট্রোজেন সংবদ্ধকরণ মারফত মাটির উর্বরতাশক্তি বৃদ্ধি করে ____

#48. স্বাধীন ভারতের কোন্ স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় ?

#49. অসমের কোন্ জায়গা বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে ?

#50. ভারতে ডিজিটাল সুরক্ষা ক্যাম্পেইন লঞ্চ করল কোন্ কোম্পানি ?

Finish

Results

-

PASS

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

FAILED, TRY AGAIN

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

Physics Mock Test for all gov. exam [Specially Food SI Exam 2023] 1 (click here)