Food SI Mock Test in Bengali: তোমরা যারা Food SI পরীক্ষার জন্য ইতিমধ্যেই আবেদন করেছো এবং ওই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে নিয়েছো তাদের জন্য আজকের প্রতিবেদন। তোমাদের সেই অভ্যাসকে আরো একধাপ আগিয়ে নিয়ে যাবার জন্য আজকের প্রতিবেদনে থাকছে ফুড সাব ইন্সপেক্টর মক টেস্ট 4। জেনারেল নলেজ থেকে 50 টি প্রশ্ন নিয়ে আজকের মক টেস্টের আয়োজন করা হয়েছে।
এই Mock Test দিয়ে তোমরা তোমাদের প্রস্তুতি কোন পর্যায়ে আছে তা জানতে পারবে। এর পাশাপাশি তোমরা বিভিন্ন সাবজেক্ট এর জন্য তোমাদের দুর্বলতা গুলিকে সহজেই অতিক্রম করতে পারবে। আজকের Mock Test-এ গণিত থেকে কোন প্রশ্ন দেওয়া হয়নি। গণিত বিভাগ থেকে প্র্যাকটিস করার জন্য নিচে দেওয়া ডাউনলোড অপশনে ক্লিক করে ৫০ টি গণিতের প্রশ্ন ডাউনলোড করে নেয়া যাবে তোমরা সেগুলি বাড়িতে রীতিমতো অভ্যাস করলে আশা করি এই পরীক্ষাতে খুব ভালো ফল করতে পারবে। চলো শুরু করা যাক।
Food SI Mock Test in Bengali
#1. 2025 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের প্রথম Green Energy State হওয়ার টার্গেট করছে কে?
#2. সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য 30% পদ সংরক্ষণের অনুমোদন দিল কোন্ রাজ্য?
#3. 'G-20 Working Group on Environment and Climate Sustainability' meeting 2023 অনুষ্ঠিত হয়েছে কোথায়?
#4. লেটেস্ট ICC ODI Team Ranking-এ প্রথম স্থানে রয়েছে কোন্ দেশ?
#5. Project 'Vanikaran' লঞ্চ করল কোন্ রাজ্যের বন দফতর?
#6. 'Bravehearts of Bharat: Vignettes from Indian History' বইটি কার লেখা?
#7. 'তামাশা' কোন্ অঞ্চলের নৃত্য?
#8. ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন্টি?
#9. কোন্ মৌর্যশাসক তাঁর ‘প্রিয়দর্শী' নামের ব্যবহার করতেন?
#10. ‘ডলফিনস নোজ' নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটির নাম কী?
#11. ‘A Brief History of Time' বইটি লিখেছেন—
#12. ‘মোহিনীআট্যম’ কোন্ অঞ্চলের নৃত্য?
#13. ইখতিয়ার উদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজি নিম্নের কোন্ বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করেন?
#14. ‘আকবরনামা' গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
#15. বাংলার নবজাগরণের পুরোধা কে ছিলেন?
#16. লোহার পরিমাণ বেশি হলে মাটির রং কী হয়?
#17. উত্তর-পূর্ব ভারতের একটি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রের নাম-
#18. মল্ল রাজার 'দলমাদল' কামান কোথায় দেখতে পাওয়া যায়?
#19. সংবিধানের কোন্ অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে?
#20. কত খ্রিস্টাব্দে মিজোরাম রাজ্যস্তরে উন্নীত হয়?
#21. রাউরকেল্লা ও দুর্গাপুরে লৌহ ও ইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের কোন পরিকল্পনায়।
#22. ONGC শব্দটির পুরো কথাটি কী? (a) (b) (c) (d)
#23. নীচের কোন্ গ্যাসটি পোড়া বারুদের গন্ধযুক্ত?
#24. কোল গ্যাসে হাইড্রোজেন ছাড়াও কোন্ গ্যাস থাকে?
#25. কোন্ ধরনের পদার্থ শরীরে ক্যানসার সৃষ্টি করে?
#26. মলটোজ-এর উদাহরণ হল-
#27. সমুদ্র জলের তাপের পার্থক্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করাকে কী বলে?
#28. চৌম্বক ক্ষেত্রের SI একক ---
#29. পৃথিবীতে প্রতি বছর মোট বনাঞ্চলের প্রায় কত শতাংশ হ্রাস পাচ্ছে ?
#30. সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজোনস্তর ভেঙে কী উৎপন্ন হয়?
#31. Asian Pacific Postal Union-এ নেতৃত্ব দেবে কোন দেশ?
#32. কোন্ দেশের সঙ্গে যৌথভাবে Young Professional Scheme লঞ্চ করল ভারত ?
#33. Shared School Bus System লঞ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?
#34. 'One District One Sport' স্কিম লঞ্চ করল কোন্ রাজ্য?
#35. BWF Female Para-Badminton Player of the Year 2022 অ্যাওয়ার্ড জিতলেন কোন্ ভারতীয় খেলোয়াড় ?
#36. রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে ?
#37. AC প্রবাহকে DC প্রবাহে পরিণত করে কে ?
#38. ভ্যাকুয়াম টিউবের তিনটি ইলেকট্রডের তৃতীয়টি—
#39. খাদ্যভাণ্ডার হিসেবে কাজ করে—
#40. খাদ্যের একটি মৌলিক উপাদানের নাম -----
#41. সম্প্রতি আবিষ্কৃত উপগ্রহ রিপোর্ট অনুযায়ী কোন্ গ্রহের উপগ্রহ সংখ্যা সব থেকে বেশি?
#42. ChatGPT-এর সমতুল কোন Al Chatbot লঞ্চ করল Google?
#43. ভারতে প্রথম Green Bonds ইস্যু করল কোন্ পৌরসভা ?
#44. কোন ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে সত্যনারায়ণ রাজু ?
#45. 'পঞ্চতন্ত্র' কার লেখা ?
#46. 'বেলা অবেলা কালবেলা' কার লেখা ?
#47. CBWE (The Central Board of Workers Education) কবে গঠিত হয়?
#48. ইউরিয়া সার মাটির কীসের ঘাটতি পূরণ করে?
#49. 'Rovers Cup' কোন্ খেলার সঙ্গে যুক্ত?
#50. কত খ্রিস্টাব্দে তামিলনাড়ুর অগস্তমালাই জৈবমণ্ডল বায়োস্ফিয়ার রিজার্ভ এলাকা হিসেবে ঘোষিত হয় ?
ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা প্রস্তুতি: Food SI 2023 Mock Test 2 (click here)