Food SI Question Paper: Math. Practice Set 2023

Food SI Question Paper: Math. Practice Set 2023
Food SI Question Paper: Math. Practice Set 2023

Food SI Question Paper: Math. Practice Set 2023: হ্যালো বন্ধুরা! তোমরা যারা ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো, তোমাদের সেই প্রস্তুতিকে আরও সাফল্য মণ্ডিত করে তোলার জন্য আমরা আজকে হাজির হয়েছি Food SI Question Paper; Math. Practice Set এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা এই পরীক্ষার সিলেবাস অনুযায়ী ২০ টি পাটিগণিত প্রশ্ন দিয়েছি।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

আমরা এই প্র্যাকটিস সেটটি তোমাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম। তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন গুলি প্র্যাকটিস করে নাও। চলো আর দেরি না করে প্র্যাকটিস করে নেওয়া যাক। 

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা প্রস্তুতি: Food SI 2023 Mock Test 2

Food SI Question Paper: Math. Practice Set 2023

1. একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

(a) 700 টাকা

(b) 800 টাকা

(c) 900 টাকা

(d) 1000 টাকা

2. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য এর অনুপাত 5 : 6 হলে, লাভের শতকরা হার কত?

(a) 20%

(b) 25%

(c) 30%

(d) 35%

3. ক্রয়মূল্যের ওপর 10% ক্ষতি হলে বিক্রয়মূল্যের ওপর হিসাবে ক্ষতির হার কত?

(a) 12 1/9%

(b) 10%

(c) 19 1/11 %

(d) কোনটাই নয়।

4. টাকায় 6টি কলা বিক্রয় করলে 20% ক্ষতি হয়। টাকায় 4টি কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

(a) 20% লাভ

(b) 20% ক্ষতি

(c) 15% লাভ

(d) 25% ক্ষতি

5. 30 টাকায় একটি কলম বিক্রয় করলে একটি ব্যক্তি 20% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত ছিল?

(a) 45 টাকা

(b) 55 টাকা

(c) 40 টাকা

(d) কোনটাই নয়

Food SI Math Practice Set PDF 6: গণিত প্র্যাকটিস সেট

6. একটি দ্রব্য 40 টাকায় বিক্রয় করায় 40% ক্ষতি হল, 80 টাকায় তা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

(a) 20% ক্ষতি

(b) 20% লাভ

(c) 10% লাভ

(d) 10% ক্ষতি

7. একটি পুতুল 150 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়। পুতুলটি 200 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

8. এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রয় করে। বইটি 5 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 25% লাভ হত। বইটির বিক্রয় মূল্য কত?

9. এক ব্যক্তি টাকায় 30টি লেবু ক্রয় করে, একই লেবু টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে?

(a) 30 টাকা

(b) 25 টাকা

(c) 20 টাকা

(d) 40 টাকা

10. এক ব্যক্তি 2 টাকা মল্যের 50 টি আম কিনল। মোট আমের অংশ 5% লাভে এবং বাকি অংশ 15% লাভে বিক্রয় করায় মোটের উপর লাভের হার কত?

11. এক ব্যবসায়ী 6000 টাকায় কিছু দ্রব্য কিনল মোট দ্রব্যের অংশ 30% ক্ষতিতে বিক্রয় করে বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর কোন ক্ষতি হবে না?

12. একজন বিক্রেতা একটি টিভি সেট এর ধার্য মল্যের উপর 20% ছাড় দেওয়ার পর 28% লাভ করেন। ধার্যমূলা 400 টাকা হলে ক্রয়মলা কত হবে?

(a) 3000 টাকা

(b) 3200 টাকা

(c) 2500 টাকা

(d) 2000 টাকা

13. একজন ব্যবসায়ী 50 কেজি চা এর এক অংশ ৪% লাভে এবং বাকি অংশ চা 18% লাভে বিক্রি করলে তার মোটের উপর 12% লাভ হয়। তিনি 18% লাভে কত চা বিক্রি করেছেন।

14. সুকন্যা একটি বই 10% শতাংশ ছাড়ে 540 টাকায় কেনে। তারপর 640 টাকায় বইটি বিক্রি করে। যদি সেখানে কোন ছাড় না দেওয়া হয় তবে তার কত লাভ হবে?

(a) 50 টাকা

(b) 35 টাকা

(c) 30 টাকা

(d) 40 টাকা

15. 12 টি মার্বেল 10 টাকায় কিনে, 10টি মার্বেল 12 টাকায় বিক্রি করলে তাঁর শতকরা লাভ কত হবে?

(a) 34%

(b) 24%

(c) 44%

(d) 20%

16. ক্রয়মূল্যের উপর কত শতাংশ বৃদ্ধি করে ধার্যমূল্য করলে 20 ছাড় দেওয়ার পরেও 10% লাভ হবে?

(a) 37%

(b) 20%

(c) 28%

(d) কোনটাই নয়

17. 96 টাকায় একটি বই বিক্রয় করলে 20% লাভ হয়। বইটি 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

(a) 20%

(b) 25%

(c) 30%

(d) কোনটাই নয়

18. 4 টাকায় দুটি লেবু ক্রয় করে ৪ টাকায় 6 টি লেবু বিক্রি করলে শতকরা কত লাভ/ক্ষতি হবে?

(a) 663% লাভ

(b) 663% ক্ষতি

(c) 663% লাভই

(d) কোনটাই নয়

19. x টাকার একটি দ্রব্য বিক্রয় করলে 4% ক্ষতি হয়। দ্রব্যটি টাকায় বিক্রি করলে 12, লাভ হয়।

20. এক ব্যক্তি টাকায় 15 টি লেবু কিনে টাকায় ক’টি বিক্রয় করলে তার 25% লাভ হবে?

Leave a Comment