Food SI Recruitment 2023 Apply Online: Food SI Salary, ফুড ইন্সপেক্টর নিয়োগ, বিজ্ঞপ্তি, চলছে আবেদন প্রক্রিয়া

Food SI Recruitment 2023
Food SI Recruitment 2023

WBPSC, Food SI Recruitment 2023 এর জন্য খুব সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফুড ইন্সপেক্টর নিয়োগের জন্য অনলাইনের আবেদন প্রক্রিয়া WBPSC এর ওয়েবসাইটে শুরু হয়েছে। আজকের প্রতিবেদনে ফুড ইন্সপেক্টর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, শূন্য পদ, অনলাইন আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী নির্বাচন প্রক্রিয়া, পরীক্ষার সিলেবাস, Food si salary সব কিছুরই বিশদ আলোচনা রইল।
West Bengal Public Service Commission (WBPSC) খাদ্য ও সরবরাহ বিভাগের অধীনস্থ Food SI in the Subordinate Food & Supplies Service, Grade III পদে নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদনের তারিখ এবং শূন্য পদের সংখ্যা বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করেছে । এই পদে আবেদন করার জন্য যোগ্যতা হল মাধ্যমিক বা তার সমতুল্য।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

Food SI Recruitment 2023

WBPSC ২০২৩ সালে অর্থাৎ এই বছর ফুড সাব ইন্সপেক্টর (Food SI in the Subordinate Food & Supplies Service, Grade III) পদে নিয়োগের জন্য তাদের ওয়েবসাইটে ঘোষণা করেছে। যোগ্য প্রার্থীরা WBPSC -এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। যেখানে একটি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগে যোগদান করতে যে সমস্ত প্রার্থী আগ্রহী আছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।

Food SI Recruitment 2023 Notification Overview

নিচের সারণীতে Food SI Recruitment 2023 নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন তথ্য দেওয়া হল।

OrganizationWest Bengal Public Service Commission (WBPSC)
পরীক্ষার নামWBPSC Food SI Recruitment 2023
পদের নামWBPSC Food SI in the Subordinate Food & Supplies Service, Grade III
শূন্যপদ480
Apply Onlineশুরু হয়েছে। Click here
নির্বাচন প্রক্রিয়াWritten Exam, Interview
Age Limit18-40 years
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক বা সমতুল্য
Job LocationWest Bengal
Official WebsiteClick here
অফিশিয়াল বিজ্ঞপ্তিClick here
Food SI Recruitment 2023

WBPSC Food SI Recruitment 2023 Notification

WBPSC কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, পরীক্ষা পদ্ধতি এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। চাকরী প্রার্থীরা এখানে প্রদত্ত লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারেন।

Food SI Recruitment 2023
Food SI Recruitment 2023
পিডিএফ ফাইলডাউনলোড লিংক

WBPSC Food SI Recruitment 2023 Exam Date

ডব্লিউ বি পি এস সি খুব তাড়াতাড়ি সাব-ইন্সপেক্টর নিয়োগ এর জন্য পরীক্ষার তারিখ ঘোষণা করবে। শীঘ্রই কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি বিস্তারিতভাবে প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। যেকোনো নতুন আপডেট জানতে edubangla.in চোখ রাখুন।

EventsDate
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ22.08.2023
অনলাইন আবেদন শুরু
23শে আগস্ট 2023
আবেদনের শেষ তারিখ20শে সেপ্টেম্বর 2023
লিখিত পরীক্ষার তারিখTo be released
InterviewTo be released
Food SI Recruitment 2023 Exam Date

শূন্যপদ-Food SI Recruitment 2023

WBPSC “WBPSC Food SI in the Subordinate Food & Supplies Service, Grade III”-এই পদের জন্য শূন্য পদগুলির সংখ্যা 480 এরও বেশি শূন্য পদ থাকবে বলে বিভিন্ন সূত্র মারফৎ আশা করা হচ্ছে। বিভাগ অনুযায়ী শূন্য পদের সংখ্যা WBPSC-পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে।

Food SI Recruitment 2023
Food SI Recruitment 2023

[CRPF Recruitment 2023: শূন্যপদ,বিজ্ঞপ্তি ,সিলেবাস, পরীক্ষা পদ্ধতি !]

অনলাইনে আবেদন – How to apply online

WBPSC Food SI Recruitment 2023 এর জন্য আবেদন করার জন্য নিচে দেওয়া পদ্ধতিগুলি ফলো করুন।

  1. WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইট https://pscwbapplication.in/তে যেতে হবে।
  2. ওখানে মোবাইল নাম্বার এবং যাবতীয় তথ্য দিয়ে সাইন আপ করে নিতে হবে। এরপর এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে।
  3. এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  4. আবেদনকারী কে তার নির্দিষ্ট পদটি (WBPSC Food SI in the Subordinate Food & Supplies Service, Grade III) নির্বাচন করতে হবে এবং আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
  5. আবেদনপত্র সাবমিট করার পর আবেদনকারী কে তাদের নিজস্ব নথি নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
  6. সমস্ত বিবরণ পূরণ করা হয়ে গেলে প্রার্থীকে পুনরায় পূরণ করা বিবরণ গুলি ভালো করে চেক করতে হবে। কারণ একবার আবেদন পত্র ফাইনাল সাবমিট হয়ে গেলে আর কোন এডিট করা যাবে না।
  7. প্রার্থীদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ফি জমা দিতে হবে।
  8. আবেদন সফলভাবে সম্পন্ন হলে আবেদন পত্রের পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং ভবিষ্যতের রেফারেন্স এর জন্য এর একটি প্রিন্ট আউট করে রাখতে হবে।
Food SI Recruitment 2023
Food SI Recruitment 2023

SI Recruitment 2023 Apply Online Link

WBPSC Food SI in the Subordinate Food & Supplies Service, Grade III পদে নিয়োগের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি খুব শীঘ্রই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে। এবং খুব তাড়াতাড়ি ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। চাকুরী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://pscwbapplication.in/এ গিয়ে আবেদন করতে পারবেন।

Food SI Recruitment 2023 Application Fees

WBPSC Food SI নিয়োগ 2023 আবেদন ফী :

CategoryApplication Fees
URRS. 110/-
SC/ST/PWD and OthersNIL
Application Fees

Food SI Recruitment 2023 Eligibility Criteria

Food SI in the Subordinate Food & Supplies Service, Grade III এই পদের জন্য আবেদন করার পূর্বে চাকরিপ্রার্থীদের অবশ্যই এই পোস্টের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে ধারণা থাকা দরকার। WBPSC-এর ওয়েবসাইটে বিশদভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

  • প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • এই পদে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই সুস্বাস্থ্যবান হতে হবে এবং পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় ট্রাভেল করার মতো ক্ষমতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-Educational Qualification

  • সরকার স্বীকৃত যেকোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বাংলা পড়তে লিখতে এবং বলতে সক্ষম হতে হবে। তবে যাদের মাতৃভাষা নেপালি তাদের বাংলা না জানলেও হবে।

আবেদনকারীর বয়সসীমা- Age Limit

Food SI in the Subordinate Food & Supplies Service, Grade III-এই পদে নিয়োগের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে ছাড় পাওয়া যাবে। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের SC/ST/PWD/BC/ESM-প্রার্থীদের জন্য এই বয়সের ছাড় পাওয়া যাবে। অন্যান্য রাজ্য থেকে আসা পরীক্ষার্থীরা এই সংরক্ষিত শ্রেণীর সুবিধা পাবেন না। অর্থাৎ তাদেরকে সাধারণ শ্রেণী হিসাবে গণ্য করা হবে।

Food SI 2023 Recruitment Process

Food SI in the Subordinate Food & Supplies Service পদে নির্বাচিত হওয়ার জন্য চাকুরি প্রার্থীদের কে প্রধানত দুটি ধাপে উত্তীর্ণ হতে হবে। যার একটি হল লিখিত পরীক্ষা এবং অপরটি হল ইন্টারভিউ। লিখিত পরীক্ষার মধ্যে জেনারেল স্টাডিজ, পাটিগণিত, কারেন্ট এফেয়ার্স, ভারতের ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়গুলি থেকে ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হয়। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। যেখানে তাদের কমিউনিকেশন স্কিল, পার্সোনালিটি এবং বিভিন্ন বিষয়ের জ্ঞান পরীক্ষা করা হয়। সবশেষে উভয়ের রাউন্ডে প্রার্থীর মোট প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে ফাইনাল নির্বাচন করা হয়।

  • লিখিত পরীক্ষায় ১০০ নম্বর (MCQ টাইপের)
  • ইন্টারভিউ (20 নম্বর)
বিষয়প্রশ্ন সংখ্যানম্বর
জেনারেল স্টাডিজ৫০৫০
পাটিগণিত৫০৫০
মোট১০০১০০
লিখিত পরীক্ষার নম্বর বিভাজন

Food SI Recruitment 2023 Syllabus

Food SI in the Subordinate Food & Supplies Service পদে নিয়োগে লিখিত পরীক্ষার জন্য নিচের সারণীতে বিষয় ভিত্তিক সিলেবাস দেওয়া হল:

বিষয়বিভাগ
সাধারণ জ্ঞান -General Studiesকারেন্ট অ্যাফেয়ার্স
ভারতের অর্থনীতি
ভারতের ইতিহাস
ভারতের ভূগোল
পাটিগণিত -Arithmeticঅনুপাত ও সমানুপাত
ভগ্নাংশ
গসাগু ও লসাগু
অংশীদারি কারবার
গড়
সময় ও কার্য
নল ও চৌবাচ্চা
সময় ও দূরত্ব
নৌকা ও স্রোত
শতকরা
লাভ ও ক্ষতি
সরল সুদ
জটিল সুদ

বি: দ্র:  মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের ভিত্তিতে প্রশ্নসমূহ নির্ধারণ করা হয়।

Food si salary:

Food SI in the Subordinate Food & Supplies Service পদে নিয়োগ হলে তার বেতনক্রম নিচের সারণীতে বিস্তারিত দেওয়া হল:

Pay Level6th
New ROPA 2019 Basic Pay22700/-
Monthly Gross Salary (Basic Pay + HRA + Medical)27286/-
The salary of WBPSC Food Sub Inspector will be given in handRs. 25,774/-
Food si salary

WBPSC Official Website

WBPSC Official Websiteএইখানে ক্লিক করুন

2 thoughts on “Food SI Recruitment 2023 Apply Online: Food SI Salary, ফুড ইন্সপেক্টর নিয়োগ, বিজ্ঞপ্তি, চলছে আবেদন প্রক্রিয়া”

Leave a Comment