Free Mock Test from Math Pedagogy for Primary TET :পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট সহ যেকোনো রাজ্যের টেট পরীক্ষার জন্যই গণিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রাথমিক টেট পরীক্ষার জন্য গণিত বিষয় থেকে ‘পেডাগজি এবং সমাধান’ এই দুই ধরনের বিভাগ থেকে প্রশ্ন আসে। এই দুই বিভাগের প্রতিটিই খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রতিবেদনে গণিতের পেডাগজি বিভাগ থেকে ২২ টি প্রশ্ন সম্বলিত একটি ফ্রি মক টেস্টের আয়োজন করা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত সিলেবাস অনুযায়ী বাছাই করে নেওয়া হয়েছে। বিভিন্ন টেক্সটবুক কভার করে প্রশ্ন গুলি বাছাই করা হয়েছে । পরীক্ষাটি শেষ হওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলেই তৎক্ষণাৎ রেজাল্টের সাথে সাথে সঠিক উত্তরগুলিও দৃশ্যমান হবে সুতরাং এই পরীক্ষাটির মাধ্যমে আপনার পরীক্ষা প্রিপারেশন আপনি যাচাই করে নিতে পারবেন। চলুন শুরু করা যাক:
Free Mock Test from Math Pedagogy for Primary TET 2022
#1. “গণিত ভাষার দ্বারা ঈশ্বর এই মহাবিশ্ব লিখেছেন” একথা কে বলেছেন –
#2. প্রথম জ্যামিতির ব্যবহার শুরু হয়েছিল কোন দেশে?
#3. গণিতের প্রতিকারমূলক শিক্ষার মূল উদ্দেশ্য হল –
#4. বীজগণিতের প্রথম ব্যবহার কোন দেশে শুরু হয় ?
#5. নীচের কোন নীতিটি গণিতের পাঠ্যক্রম নির্মাণের নীতি –
#6. প্রস্তাবনামূলক যুক্তির উপর ভিত্তি করে গঠিত পদ্ধতি কোনটি ?
#7. শূন্যকে প্রথম সংখ্যার পরিচয় দেন কে ?
ব্রহ্মগুপ্তের লেখা বইটির নাম হল ‘ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত’ এই বইয়েতেই প্রথম শূন্য কে সংখ্যা হিসাবে মর্যাদা দেন তিনি ।
Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন
#8. ‘গণিত সার সংগ্রহ’ যিনি লিখেছিলেন তার নাম হল-
#9. গণিত শিক্ষার মাধ্যমেকোনটি আমরা গ্রহণ করি ?
#10. বিশেষ ক্ষেত্র থেকে আস্তে আস্তে সাধারণের দিকে অগ্রসর হওয়াকে কি বলে ?
#11. 'গণিত সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার' একথা কে বলেছেন?
#12. গণিতকে 'পরিমাণের বিজ্ঞান' হিসাবে সংজ্ঞায়িত করেছেন কে?
#13. উচ্চ প্রাথমিক স্তরে গণিত শিক্ষণের লক্ষ্য কি ?
#14. “পাঠ্যপুস্তকই শিক্ষার আসল মৌলিক উপকরণ”একথা বলেছেন-
#15. কোন প্রকার গণিত নিজস্ব বিকাশের প্রয়োজনীয়তা থেকে প্রাপ্ত সমস্যার উপর বেশি জোর দেয় -
#16. একটি গণিতের ক্লাসে জোর দেওয়া উচিত কোন বিষয়ের উপর ?
#17. MATHEMATICS শব্দটি এসেছে মাথেমা শব্দ থেকে। ‘মাথেমা’ শব্দটি –
#18. কোন প্রকার গণিত প্রায়ই জটিল এবং অসম্পূর্ণ তথ্য সম্বলিত সমস্যার সঙ্গে কাজ করে-