বিষয় : পরিবেশ বিদ্যা, শ্রেণী: তৃতীয় Free Online Mock Test Class III

Free Online Mock Test Class III
Free Online Mock Test Class III

Free Online Mock Test Class III : আজকের প্রতিবেদনে তৃতীয় শ্রেণীর পরিবেশ বিদ্যা বিষয় থেকে একটি মক টেস্টের আয়োজন করা হয়েছে। তৃতীয় শ্রেণীতে পঠনরত সমস্ত ছাত্র-ছাত্রী অনায়াসে এই ফ্রি মক টেস্টটিতে অংশগ্রহণ করতে পারে।

এই মক টেস্টটি প্রাইমারি টেট ২০২২ পরীক্ষার্থীদের জন্যও খুবই উপকারী। সবকটি প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার পর সবশেষে ফিনিশ (FINISH) বটনে ক্লিক করলে তৎক্ষণাৎ পরীক্ষার রেজাল্টের সাথে সাথে সঠিক উত্তরগুলিও দৃশ্যমান হবে। তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থীরা তাদের চূড়ান্ত সীমার প্রস্তুতি এই মক টেস্টের মাধ্যমে যাচাই করে নিতে পারবে। তোমাদেরকে সাফল্যের পথে যদি কিছুটাও এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই হবে আমাদের সবচাইতে বড় প্রাপ্তি।

চলো শুরু করা যাক:

বিষয়পরিবেশ বিদ্যা
শ্রেণীতৃতীয়
QuestionMCQ type
Full Marks32
Pass Marks50%

Free Online Mock Test Class III

#1. খোস, পাঁচড়া হতে দেয় না কোন পাতা?

#2. রক্তাল্পতাই উপকারী নিচের কোনটি?

#3. নিচের কোন ফলটি সারা বছর পাওয়া যায়-

#4. যারা মাটির হাঁড়ি বানায় তাদেরকে কি বলা হয়?

#5. নিচের কোনটি অন্য দেশ থেকে এদেশে এসেছে?

#6. ফুটবল খেলার সময় বলে হাত দিতে পারে কে?

#7. ডাক্তার বাবুরা হসপিটালে যে পোশাকটি পরেন তাকে কি বলা হয়?

#8. গরমের সময় পরার জন্য কোন ধরনের কাপড় ভালো?

#9. ক্যাশমিলন কি?

#10. যারা মাটির বাড়ি বা কাঁচা বাড়ি তৈরি করেন তাদেরকে কি বলা হয়?

#11. যারা পাকার বাড়ি তৈরি করেন তাদেরকে কি বলা হয়?

#12. যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে কোন ধরনের বাড়ি করা উচিত?

#13. আগেকার দিনের মানুষরা তাঁবু করে পাহারা দিত কারণ-

#14. তোমার দাদার বাবার ভাই তোমার কে হন?

#15. আবোল তাবোল কে লিখেছেন?

#16. টুনটুনির বই কে লিখেছেন?

#17. ফেলুদার গল্পগুলি কে লিখেছেন?

#18. গুপী গাইন বাঘা বাইন কার লেখা?

#19. একটি লুপ্ত জীবিকার উদাহরণ হল-

#20. একটি প্রাচীন জীবিকার উদাহরণ হল-

#21. কোন সময়ে ছায়ার দৈর্ঘ্য সবথেকে ছোট হয়?

#22. একটি মাসে কয়টি পক্ষ?

#23. কৃষ্ণপক্ষ কখন শুরু হয়?

#24. কখনো কখনো আকাশের একদিক থেকে অন্যদিক অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকে, এই আবছা আলোর আভাটা আসলে কি?

#25. শীতকালে পুকুরের উপরে যে ধোঁয়া দেখা যায় তা আসলে কি?

#26. আকাশে মেঘ থাকলে কি হয়?

#27. বাজ পড়া আসলে কি?

#28. রামধনুর কয়টি রং ?

#29. রামধনু তৈরির কারণ হল?

#30. গাছ জন্মানোর জন্য কি প্রয়োজন?

#31. কোনটি প্রকৃতির প্রধান সম্পদ?

#32. একটি ঘরোয়া শিল্প বা কুটির শিল্পের উদাহরণ হল-

Finish

Results

-

PASSED

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

FAILED TRY AGAIN

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

এছাড়াও চতুর্থ শ্রেণীর পরিবেশ বিদ্যা বিষয় থেকে 30টি প্রশ্ন নিয়ে অপর একটি মক টেস্টের আয়োজন করেছে Eduবাংলা। এখানে ক্লিক করে চতুর্থ শ্রেণীর এই বিভাগের মক টেস্টেও অংশগ্রহণ করতে পারো।

Leave a Comment