বিশ্ববিদ্যালয় স্বীকৃত Healthcare Technology and Management Course 2023

Healthcare Technology and Management Course 2023
Healthcare Technology and Management Course 2023

ভারত সেবাশ্রম সংঘের ইউনিট প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট) স্বীকৃত ইনভেটিভ নতুন কোর্স Healthcare Technology and Management Course 2023 ডিপ্লোমা কোর্সে ভরতি নিচ্ছে।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

ইচ্ছুক প্রার্থীরা নিচে দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা

যে কোনো শাখার উচ্চমাধ্যমিক বা সমতুল পাশরা ভরতির যোগ্য। মেয়াদ ২ বছর। আগে আসার ভিত্তিতে সুযোগ।

এই কোর্স করলে কাজের সুযোগ কেমন

পিআইএমটি-র অধ্যক্ষ অধ্যাপক প্রবীর কুমার দে জানান, অতিমারির পর সারা দেশ জুড়ে সবচেয়ে কাজের সুযোগ বেড়েছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। চাহিদার তুলনায় এখনো এই সেক্টরে যোগ্য প্রার্থীর অনেক অভাব। হেলথকেয়ার টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের কোর্স পড়ে চাকরি হয় হাসপাতাল, নার্সিংহোম, হেলথ ক্লিনিক, ওল্ডএজ হোমে সুপারভাইজার লেভেলে। যাঁরা মূলত ডাক্তার ও রোগীর মধ্যে যোগসূত্রের কাজ করেন।

সাধারণ বিজ্ঞান: GK Questions in Bengali PDF 2023

কোথায় পড়ানো হবে

পড়ানো হবে কলকাতার স্টাডি সেন্টারে। পড়ানো হবে এই সব স্টাডি সেন্টারে কলকাতা বালিগঞ্জ, খাতড়া (বাঁকুড়া), বনগাঁ, কাকদ্বীপ, কল্যাণী।এ ছাড়াও এখানে বিশ্ববিদ্যালয় স্বীকৃত ‘সোলার এনার্জি টেকনিশিয়ান’ কোর্সে ভরতি নেওয়া হচ্ছে। মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাশরা ভরতি হতে পারেন।

কাজের সম্ভাবনা কেমন

এই মুহূর্তে কাজের সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র সোলার এনার্জি ক্ষেত্র। চিরাচরিত শক্তির উৎস কমে আসায় বিকল্প শক্তি হিসাবে সোলার এনার্জির চাহিদা দিন দিন বাড়ছে। আগামীদিনে এই ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ আসছে।

যোগাযোগের ঠিকানা

ভরতির জন্য যোগাযোগ করতে হবে এই নম্বরে- 9331256934 / 9477846520 / 9477846582 / 9830216056। ওয়েবসাইট www.pimtonline.in