IBPS Notification 2024: গ্রামীণ ব্যাংকের 7000 ক্লার্ক এবং অফিসার, বিজ্ঞপ্তি, আবেদন চলছে

IBPS Notification 2024: যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে ভালো সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন। তাদের জন্য রয়েছে সুখবর। ৪০ টি গ্রামীণ ব্যাংকের তরফে ৭০০০ এরও বেশি শূন্য পদে অফিসার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ সারা ভারতের ৪০টি গ্রামীণ ব্যাঙ্কে ‘গ্রুপ-এ অফিসার (স্কেল ।, ।।, ।।।)’ ও ‘গ্রুপ-বি অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)’ পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়ার জন্য ‘ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট (প্রিলি ও মেন) হবে। এই পরীক্ষায় সফল হলে IBPS ইন্টারভিউয়ের সফল প্রার্থীদের কল লেটার পাঠাবে। ইন্টারভিউয়ে সফল হলে ওই ৪০টি ব্যাঙ্কের ওইসব পদে চাকরি পেতে পারেন। আজকের প্রতিবেদনে সবকিছু বিস্তারিত দেওয়া হল।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন
IBPS Notification 2024
IBPS Notification 2024

কোন কোন ব্যাংকে নিয়োগ হবে (IBPS Notification 2024):

মোট ৪০টি গ্রামীণ ব্যাঙ্কের মধ্যে পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে নিয়োগ হবে এইসব ব্যাঙ্কে

(১) পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক,

(২) পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক,

(৩) পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক,

(৪) অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক,

(৫) বিহার গ্রামীণ ব্যাঙ্ক,

(৬) ঝাড়খন্ড গ্রামীণ ব্যাঙ্ক,

(৭) লাঙপী দেহাঙ্গী গ্রামীণ ব্যাঙ্ক,

(৮) মধ্য বিহার গ্রামীণ ব্যাঙ্ক,

(৯) মণিপুর গ্রামীণ ব্যাঙ্ক;

(১০) মেঘালয় গ্রামীণ ব্যাঙ্ক,

(১১) ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক,

(১২) ওড়িশার উৎকল গ্রামীণ ব্যাঙ্ক,

(১৩) উত্তর বিহার গ্রামীণ ব্যাঙ্ক,

(১৪) ছত্তিশগড় রাজ্য গ্রামীণ ব্যাঙ্ক,

(১৫) ওড়িশা গ্রাম্য ব্যাঙ্ক।

মোট শূন্য পদ (IBPS Notification 2024): 

সব মিলিয়ে এখানে প্রায় 7000 এরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

বেতন: 

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি পাবেন তাদের ব্যাংকিং নিয়ম অনুযায়ী প্রতি মাসে প্রায় 35 হাজার টাকা থেকে 40 হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত খোঁজখবর নিতে হবে বা অফিশিয়াল নোটিফিকেশন ফলো করতে হবে।

কারা কোন পদের জন্য যোগ্য (IBPS Notification 2024):

অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস): যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে, পারেন। এছাড়াও যে রাজ্যের ওই ব্যাঙ্কের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকলে ভালো হয়।

অফিসার স্কেল। (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার): যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। অ্যাগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, অ্যাগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেশন, ইনফর্মেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকনমিক্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সি বিষয়ের গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার পাবেন। এছাড়াও যে রাজ্যের ওই ব্যাঙ্কের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে ধরা হবে।

Recruitment of 20000 GD Constables in Assam Rifles: ২০ হাজার কনস্টেবল-জি.ডি-র দরখাস্ত নেওয়া শুরু আগস্টে – এইখানে ক্লিক করুন

অফিসার স্কেল-।। (জেনারেল ব্যাঙ্কিং অফিসার) (ম্যানেজার): মোট অন্তত ৫০% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য। ব্যাঙ্কিং, ফিনান্স, মার্কেটিং, অ্যাগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, অ্যাগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেশন, ইনফর্মেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকনমিক্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সি বিষয়ের গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার পাবেন। কোনো ব্যাঙ্ক বা, আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসাবে অন্তত ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অফিসার স্কেল-।। স্পেশালিস্ট অফিসার (ম্যানেজার) পদে নেওয়া হবে এইসব পদে (IBPS Notification 2024):

ইনফর্মেশন টেকনোলজি অফিসার: ইলেক্ট্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফর্মেশন টেকনোলজির ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। এ.এস.পি., পি.এইচ.পি., সি++, জাভা, ভি.বি., ভি.সি., ও.সি.পি. ইত্যাদি বিষয়ের সার্টিফিকেট থাকলে ভালো হয়। অন্তত ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া থেকে সার্টিফায়েড অ্যাসোসিয়েট (সি.এ.) কোর্স পাশ হলে আর ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য।

ল অফিসার: মোট অন্তত ৫০% নম্বর পেয়ে আইনের ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন। কোনো আর্থিক বা, ব্যাঙ্কিং সেক্টরে ল অফিসার হিসাবে অন্তত ২ বছর আর অ্যাডভোকেট হিসাবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ট্রেজারি অফিসার: ফিনান্স শাখায় এম.বি.এ. কোর্স পাশ হলে যোগ্য। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া থেকে সার্টিফায়েড অ্যাসোসিয়েট (সি.এ.) কোর্স পাশ হলেও যোগ্য। সব ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মার্কেটিং অফিসার : মার্কেটিং নিয়ে এম.বি.এ. কোর্স পাশরা যোগ্য। অন্তত ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাগ্রিকালচারাল অফিসার: অ্যাগ্রিকালচার, হর্টিকালচার, ডেয়ারি সায়েন্স, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ফরেস্ট্রি, ভেটেরিনারি সায়েন্স, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বা, পিসিকালচার বা, অ্যালায়েড স্পেশালাইজেশন বিষয়ের গ্র্যাজুয়েটরা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে আর ২ বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। শূন্যপদের তালিকা ওয়েবসাইটে পাবেন।

প্রার্থীদের বয়স কত হতে হবে (IBPS Notification 2024):

‘অফিস অ্যাসিস্ট্যান্ট’ পদের বেলায় বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। ‘অফিসার স্কেল-।’ পদের বেলায় বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। ‘অফিসার স্কেল-।। পদের বেলায় বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.’রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ১০ বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।

প্রার্থী বাছাই :

প্রার্থী বাছাই করবে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)। Recruitment of Officers (Scale I, II & III) and Office Assistants (Multipurpose) in Regional Rural Banks (RRBs)-CRP RRBs XIII’এর মাধ্যমে। পরীক্ষা হবে অনলাইনে, আগস্টে। অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) ও অফিসার স্কেল। পদের বেলায় প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে। তারপর হবে মেন পরীক্ষা।

অফিসার স্কেল-।। (জেনারেল ব্যাঙ্কিং অফিসার) ও অফিসার স্কেল-।। (স্পেশালিস্ট অফিসার) পদের বেলায় একটিই পরীক্ষা হবে।

পরীক্ষা হবে এইসব কেন্দ্রে :

(১)পশ্চিমবঙ্গের বেলায় কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, হুগলি, দুর্গাপুর, বহরমপুর, বর্ধমান, আসানসোল,

(২) ত্রিপুরার বেলায় – আগরতলা।

(৩) ওড়িশার বেলায় বালাসোর, ভুবনেশ্বর, কটক, সম্বলপুর, বহরমপুর (গঞ্জাম), ঢেঙ্কানল, রৌরকেলা।

(8) অসমের বেলায় গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড়, জোড়হাট, কোকড়াঝড়, তেজপুর।

(৫) বিহার রাজ্যের বেলায় পটনা, ভাগলপুর, মজঃফরপুর, দ্বারভাঙা, পূর্ণিয়া, সমস্তিপুর, ঔরঙ্গাবাদ, আড়, বিহারশরিফ।

(৬) ঝাড়খন্ড রাজ্যের বেলায় রাঁচী, ধানবাদ, জামশেদপুর, বোকারো, হাজারিবাগ।

(৭) মণিপুর রাজ্যের বেলায় ইম্ফল।

(৮) মেঘালয় রাজ্যের বেলায়- শিলং ও রি-ভই।

যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যে পরীক্ষা দিতে হবে।

পরীক্ষার ধরন নম্বর বিভাজন এবং সিলেবাস

অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) পদের বেলায় প্রিলিমিনারি পরীক্ষায় ৮০ নম্বরের ৮০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে: (১) রিজনিং- ৪০ নম্বর, (২) নিউমেরিক্যাল এবিলিটি ৪০ নম্বর। সময় থাকবে ৪৫ মিনিট ও প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর।

অফিসার স্কেল-। পদের বেলায় প্রিলিমিনারি পরীক্ষায় ৮০ নম্বরের ৮০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে: (১) রিজনিং ৪০ নম্বর, (২) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট – ৪০ নম্বর। সময় থাকবে ৪৫ মিনিট ও প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর।

কললেটার ডাউনলোড

প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবেন জুলাই-আগস্টে। সফল হলে মেন পরীক্ষা হবে আগস্ট-সেপ্টেম্বরে।

মেন পরীক্ষায় ‘অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)’ পদের বেলায় ‘২০০ নম্বরের ২০০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে: (১) রিজনিং ৫০ নম্বরের ৪০টি প্রশ্ন, (২) নিউমেরিক্যাল এবিলিটি ৫০ নম্বরের ৪০টি প্রশ্ন, (৩) জেনারেল অ্যাওয়ারনেস ৪০ নম্বরের ৪০টি প্রশ্ন, (৪) ইংলিশ/ হিন্দি ল্যাঙ্গোয়েজ ৪০ নম্বরের ৪০টি প্রশ্ন, (৫) কম্পিউটার নলেজ – ২০ নম্বরের ৪০টি প্রশ্ন। সময় থাকবে ২ ঘন্টা।

মেন পরীক্ষায় ‘অফিসার স্কেল-।’ পদের বেলায় ২০০ নম্বরের ২০০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে (১) রিজনিং- ৫০ নম্বরের ৪০টি প্রশ্ন, (২) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট ৫০ নম্বরের ৪০টি প্রশ্ন, (৩) জেনারেল অ্যাওয়ারনেস ৪০ নম্বরের ৪০টি প্রশ্ন, (৪) ইংলিশ/ হিন্দি ল্যাঙ্গোয়েজ – ৪০ নম্বরের ৪০টি প্রশ্ন, (৫) – কম্পিউটার নলেজ ২০ নম্বরের ৪০টি প্রশ্ন। সময় থাকবে ২ ঘন্টা। মেন পরীক্ষার ফল বেরোবে অক্টোবর-নভেম্বরে।

‘অফিসার স্কেল-।। (জেনারেল ব্যাঙ্কিং অফিসার)’ পদের বেলায় শুধুমাত্র একটিই পরীক্ষা হবে। এই পরীক্ষায় ২০০ নম্বরের ২০০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে: (১) রিজনিং ৫০ নম্বরের ৪০টি প্রশ্ন, (২) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন- ৫০ নম্বরের ৪০টি প্রশ্ন, (৩) ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস ৪০ নম্বরের ৪০টি প্রশ্ন, (৪) ইংলিশ/ হিন্দি ল্যাঙ্গোয়েজ ৪০ নম্বরের ৪০টি প্রশ্ন, (৫) কম্পিউটার নলেজ ২০ নম্বরের ৪০টি প্রশ্ন। সময় থাকবে ২ ঘন্টা।

‘অফিসার স্কেল-।। (স্পেশালিস্ট অফিসার)’ পদের বেলায়ও একটিই পরীক্ষা হবে। এই পরীক্ষায় ২০০ নম্বরের ২৪০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে: (১) রিজনিং ৪০ নম্বরের ৪০টি প্রশ্ন, (২) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন- ৪০ নম্বরের ৪০টি প্রশ্ন, (৩) ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস ৪০ নম্বরের ৪০টি প্রশ্ন, (৪) ইংলিশ/ হিন্দি ল্যাঙ্গুয়েজ ২০ নম্বরের ৪০টি প্রশ্ন, (৫) কম্পিউটার নলেজ – ২০ নম্বরের ৪০টি প্রশ্ন, (৬) প্রফেশনাল নলেজ ৪০ নম্বরের ৪০টি প্রশ্ন। সময় থাকবে ২ ঘন্টা।

কল লেটার ডাউনলোড করতে পারবেন সেপ্টেম্বরে।

ইন্টারভিউ কখন হবে:

ইন্টারভিউ হবে অক্টোবর-নভেম্বরে। অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার পদের বেলায় মেন পরীক্ষায় সফল হলেই প্রভিশনাল অ্যালোটমেন্ট হবে আগামী বছর জানুয়ারিতে।

পরীক্ষার সময় কি কি আনতে হবে:

ডাকে কোনো কল লেটার দেওয়া হবে না। পরীক্ষার সময় সঙ্গে আনবেন এইসব প্রমাণপত্র (১) মূল কল লেটার, (২) ফটো আইডেনটিটি কার্ড হিসাবে প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক (ফটো সহ) আর গেজেটেড অফিসারের দেওয়া ফটো-সহ কোনো প্রমাণপত্রের মূল ও প্রত্যয়িত জেরক্স, (৩) টাকা জমা দেওয়ার ই-রিসিপ্ট।

অফিসার স্কেল I পদের বেলায় তপশিলী, সংখ্যালঘু, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের প্রী এক্সামিনেশন ট্রেনিং হবে, অফিসার স্কেল- I পদের বেলায় ২২ জুলাই থেকে ২৭ জুলাই। ট্রেনিংয়ের কল লেটার ডাউনলোড করতে পারবেন জুলাই-আগস্টে।

কোথায় কোথায় ট্রেনিং হবে

ট্রেনিং হবে কলকাতা, পটনা, রাঁচী, আগরতলা, বহরমপুর, বর্ধমান, কোচবিহার, কটক ইত্যাদি শহরে। এজন্য দরখাস্তের নির্দিষ্ট কলমে উল্লেখ করবেন।

কিভাবে দরখাস্ত করবেন:

দরখাস্ত করবেন অনলাইনে, ৭ জুন থেকে ২৭ জুন পর্যন্ত। এই ওয়েবসাইটে: www.ibps.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। প্রথমে ফটো, সিগনেচার ও লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করে নেবেন। তারপর সাদা কাগজে নিচের এই ডিক্লারেশন নিজের হাতে লিখে স্ক্যান করে নেবেন’। (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the sup- porting documents as and when required.”.

এবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাবেন, যা নিজের কাছে যত্ন করে রেখে দেবেন। তখন সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।

পরীক্ষার ফী বাবদ কত টাকা দিতে হবে

তারপর পরীক্ষা ফী বাবদ অফিসার স্কেল। ও অফিসার স্কেল-।। পদের বেলায়, ৮৫০ (তপশিলী, প্রতিবন্ধী হলে ১৭৫) আর অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) পদের বেলায় ৮৫০ –(তপশিলী, প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধী হলে ১৭৫) টাকা মাস্টার বা, ভিসা ডেবিট কার্ড (রু-পে, ভিসা, মাস্টার কার্ড, ময়েস্ট্রো), ক্রেডিট কার্ড বা, ইন্টারনেট ব্যাঙ্কিং, আই.এম.পি.এস., ক্যাশ কার্ড বা, মোবাইল ওয়ালেটের মাধ্যমে জমা দিতে পারেন। টাকা জমা দেওয়ার ২ দিন পর এস.এম.এস./ ই-মেলে টাকা দেওয়ার কনফার্মেশন পাবেন। কোনো প্রমাণপত্র ডাকে পাঠাতে হবে না। একাধিক দরখাস্ত পাঠাবেন না। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।

আবেদনের শেষ তারিখ:

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের 27/06/2024 তারিখের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

Leave a Comment