ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর: Math Quiz Questions – ৩য় শ্রেণীর জন্য ২৮টি মজার প্রশ্ন

৩য় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি ২৮টি ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর, সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর এবং math quiz questions নিয়ে সাজানো আমাদের এই কুইজ আপনাকে দেবে পড়াশোনার সাথে মজার অভিজ্ঞতা। এখনই চেষ্টা করুন!

WhatsApp WhatsApp Group
Join Now
Telegram Telegram Group
Join Now
Math Quiz Questions
Math Quiz Questions

৩য় শ্রেণীর জন্য ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর, সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর ও Math Quiz Questions

এই কুইজে রয়েছে মোট ২৮টি ছোটদের কুইজ প্রশ্ন ও উত্তর, সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর, এবং math quiz questions যা ৩য় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সহজ ও মজাদার ভাবে সাজানো হয়েছে। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের মেধা বৃদ্ধি ও কৌতূহল জাগাতে এই কুইজ হবে একটি দারুণ উপায়।

GK Quiz in Bengali – মৌলিক, যৌগিক ও বিশেষ সংখ্যার মজার প্রশ্নোত্তর- এইখানে ক্লিক করুন।

চলো শুরু করা যাক:

 

Results

Congratulations! You have passed this exam.

You didn’t pass this exam, but don’t be sad. Prepare well and try again — you can do it!

#1. ১২ থেকে ৪ বাদ যাবে_____________।

#2. ৯ বার ৯ যোগ করলে পাওয়া যাবে________________।

#3. ৭ বার ৬ ঘর লাফালে যাওয়া যাবে __________।

#4. ভাগশেষ ভাজকের থেকে _______।

#5. ৬ জোড়া মানে _____________।




#6. ৭৬ সংখ্যাটি _____________।

#7. কোনো সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ সর্বদা ৫-এর ___________ হবে।

#8. জোড় সংখ্যাটি সর্বদা ___________ দ্বারা বিভাজ্য।

#9. তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা_____________।

#10. একটি বর্গক্ষেত্রের _____________টি বাহু আছে।




#11. কোনো সংখ্যাকে ০ দিয়ে গুণ করলে গুণফল হবে _____________।

#12. ২০০ পয়সা = ______________।

#13. ৮ বার ৫ ঘর লাফালে হয় ____________।

#14. দুই অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হল ____________।

#15. ১৪০ × ৩ গুণফলে এককের ঘরের অঙ্কটি হল___________।




#16. ৪৪ ÷ ৪ ভাগটিতে ভাজ্য হল ___________।

#17. কোনো সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে __________।

#18. ১৩-কে ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে __________।

#19. যোগের সংক্ষিপ্ত রূপ হল ___________।

#20. ৫০ টাকায় ___________ টি ৫ টাকার নোট বা কয়েন পাওয়া যাবে।




#21. কোনো সংখ্যাকে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে __________।

#22. জোড় সংখ্যার এককের ঘরের অঙ্ক হবে ___________।

#23. জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =___________।

#24. বিয়োগের সংক্ষিপ্ত পদ্ধতি =______________।

#25. কটি ১০ টাকার নোট দিয়ে ১০০ টাকা হয়?




#26. কোনো সংখ্যা ৩ দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি _______ দিয়ে বিভাজ্য হবে।

#27. ৮ জোড়া কলা বলতে বোঝায়__________টি কলা।

#28. ১৩ থেকে ৩ বিয়োগ করা যায় _____ বার।

Previous
Finish

Leave a Comment