24000 টাকা পেয়ে যান প্রিয়ংবদা বিড়লা স্কলারশিপে: Announced Priyamvada Birla Scholarship 2022

Priyamvada Birla Scholarship 2022
Priyamvada Birla Scholarship 2022

Announced Priyamvada Birla Scholarship 2022 : পশ্চিমবঙ্গের দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীরা অর্থনৈতিক অবস্থার কারণে পড়াশোনার ক্ষেত্রে যাতে পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করার জন্য প্রিয়াঙ্কা বিড়লা স্কলার্শিপ প্রদান করা হয়। এই স্কলারশিপ টি ”মহাদেব প্রসাদ প্রিয়ংবদা বিরলা এপেক্স চেরিটেবল ট্রাস্টের” তরফ থেকে প্রদান করা হয়।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

যে সকল ছাত্র-ছাত্রীরা সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত যেকোনো কলেজের কোন কোর্সে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন একমাত্র তারাই এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন।

এই স্কলারশিপে (Priyamvada Birla Scholarship 2022) আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা:

  1. ছাত্র-ছাত্রীদের বয়স অবশ্যই ২৫ বা তার কম হতে হবে। এখানে বয়সের কোন নিম্ন সীমা নেই। ৪ঠা জুলাই ২০২২ তারিখ অনুসারে বয়সের হিসাব করতে হবে।
  2. আবেদনকারী ছাত্র-ছাত্রীদের পরিবারের বাৎসরিক আয় অবশ্যই ৭৫ হাজার টাকার বেশি হওয়া চলবে না।
  3. যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর জন্য আবেদন করবেন তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত কোনো কলেজে যে কোন বিষয়ে স্নাতক স্তরের কোর্স যেমন বিএ, বিএসসি, বিকম ইত্যাদি অথবা প্রফেশনাল যেকোনো কোর্স যেমন বিবিএ ,বিসিএ এলএলবি, ইত্যাদি কিংবা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইত্যাদির প্রথম বর্ষের শিক্ষার্থী হতে হবে।
  4. অবশ্যই আবেদনকারী ছাত্র-ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  5. যদি কোন ছাত্র বা ছাত্রী কোন সংস্থার অধীনে চাকুরীরত থাকেন তাহলে তিনি এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন না। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের তরফে যদি তিনি কোন কাজ করে থাকেন তাহলে সেটি পেট প্রজেক্ট হলেও তাকে তখন চাকরি রত হিসেবে গণ্য করা হবে না অর্থাৎ তখন তিনি আবেদন করতে পারবেন।
  6. এর পাশাপাশি ছাত্র বা ছাত্রীকে অবশ্যই তার প্রাপ্য অন্যান্য স্কলারশিপ এবং আর্থিক অনুদানের কথাও জানাতে হবে।

এই স্কলারশিপে (Priyamvada Birla Scholarship) মোট কত টাকা দেওয়া হয়

এই স্কলারশীপে আবেদনকারী ছাত্রছাত্রীরা তাদের কোর্সের খরচ এবং হোস্টেলফি বাবদ সর্বোচ্চ ২৪০০০ টাকার অনুদান পেয়ে থাকেন। প্রতি বছর ২৫ জন ছাত্রছাত্রীকে নির্বাচন করা হয় এবং তারা এই স্কলারশিপের টাকা পেয়ে থাকেন। এই স্কলারশিপ পেতে হলে ছাত্র-ছাত্রীকে প্রতিটি সেমিস্টারে যথেষ্ট নম্বর নিয়ে একবারের প্রচেষ্টায় উত্তীর্ণ হতে হয়।

স্নাতক স্তরের সাধারণ এবং প্রফেশনাল কোর্স -এ ছাত্র-ছাত্রীদের অন্তত ৪৫ শতাংশ নম্বর পেয়ে পাস করতে হবে আর ইঞ্জিনিয়ারিং মেডিকেলের মতো বিষয়গুলিতে ছাত্র-ছাত্রীদেরকে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর নিয়ে প্রতিটি সেমিস্টারে পাস করতে হবে। এর মাঝে যদি কোন কোর্সের পরিবর্তন করা হয় সেক্ষেত্রেও ”Madhav Prasad Priyamvada Birla Apex Charitable Trust” এর কর্মকর্তাদের স্কলারশিপ এর রিনিউয়াল এর সময় জানাতে হবে।

 [ আরো পড়ুন : বি-ভোক ও ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে কলকাতার ডিরোজিও মেমোরিয়াল কলেজ ]

নিম্নলিখিত ভাবে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে:

  1. প্রথমে আপনাকে ”সাউথ পয়েন্ট” স্কুলের অফিশিয়াল ওয়েবসাইট এর লিংকে ক্লিক করতে হবে।
  2. অফিসিয়ার লিংক https://www.southpoint.edu.in/priyamvada-birla-scholarship/
  3. এরপর যে ওয়েব পেজটি আসবে তাতে আপনার বৈধ ইমেইল এড্রেস সঠিকভাবে টাইপ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
  4. এবার একটি ভেরিফিকেশন ইমেইল আসবে। ওই ভেরিফিকেশন ইমেইলে একটি লিঙ্ক থাকবে তাতে ক্লিক করলেই এই স্কলারশিপের অনলাইনে আবেদনের ফর্মটি আপনার সামনে এসে যাবে।
  5. এরপর আপনার নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা বাৎসরিক আয় ইত্যাদি প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূর ণ করতে হবে এবং যথাযথ জায়গায় প্রামাণ্য নথি গুলি আপলোড করতে হবে।
  6. সবশেষে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।

প্রয়োজনীয় নথিপত্র :

  • মাধ্যমিকের মার্কশীট
  • উচ্চ মাধ্যমিকের মার্কশীট
  • আইডি প্রুফ
  • রাঙ্ক কার্ড (যদি থাকে)
  • নতুন কোর্স-এ ভর্তির রশিদ
  • পরিবারের বাৎসরিক আয়ের সার্টিফিকেট
  • সাম্প্রতিক তোলা আপনার রঙিন পাসপোর্ট সাইজের ছবি ।

★ এইরকম স্কলার্শিপ সম্পর্কিত এবং শিক্ষা সম্পর্কিত নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন।

FAQ:

এই স্কলারশিপে (Priyamvada Birla Scholarship) মোট কত টাকা দেওয়া হয়?

এই স্কলারশীপে আবেদনকারী ছাত্রছাত্রীরা তাদের কোর্সের খরচ এবং হোস্টেলফি বাবদ সর্বোচ্চ ২৪০০০ টাকার অনুদান পেয়ে থাকেন।

এই স্কলারশিপে আবেদন করার বয়স কত ?

এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের বয়স অবশ্যই ২৫ বা তার কম হতে হবে। এখানে বয়সের কোন নিম্ন সীমা নেই। ৪ঠা জুলাই ২০২২ তারিখ অনুসারে বয়সের হিসাব করতে হবে।

এই স্কলারশিপে আবেদন করার যোগ্যতা কি ?

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর জন্য আবেদন করবেন তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত কোনো কলেজে যে কোন বিষয়ে স্নাতক স্তরের কোর্স যেমন বিএ, বিএসসি, বিকম ইত্যাদি অথবা প্রফেশনাল যেকোনো কোর্স যেমন বিবিএ ,বিসিএ এলএলবি, ইত্যাদি কিংবা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইত্যাদির প্রথম বর্ষের শিক্ষার্থী হতে হবে।