Quiz Questions 1, সাধারণ জ্ঞান

আজকের Quiz Questions, সাধারণ জ্ঞান বিভাগে আমরা তথ্য মূলক ভাবে কিছু প্রশ্নের উত্তর আলোচনা করব। কেবলমাত্র প্রশ্নের উত্তর মুখস্থ করলেই সহজে তা আমাদের মনে থাকে না। কিন্তু তথ্য মূলকভাবে যখন কিছু ঘটনা বা কোন কিছুর বিবরণ আলোচনা করা হয় তখন তা সহজেই মনে থাকে। আর অজানা অনেক বিষয় জানার জন্যও মনে একটা আগ্রহ থাকে। তাই যখন কোন প্রবেশিকা পরীক্ষা বা কোন চাকরির পরীক্ষাতে অংশগ্রহণ করা হয় তখন সে উত্তরগুলি সহজেই বোধগম্য হয়ে যায় তাই চলুন দেরি না করে আজকের Quiz Questions, সাধারণ জ্ঞান বিভাগ শুরু করা যাক।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন
Quiz Questions
Quiz Questions

Quiz Questions, সাধারণ জ্ঞান

প্রঃ ইনি হলেন মহাভারতের বিশিষ্ট মহিলা চরিত্র। জন্মসূত্রে ধৃতরাষ্ট্রের কন্যা। এ ইনার এক দাদা কৌরবদের রাজা হয়েছিলেন। আরেক দাদা ছিলেন বিখ্যাত বীর।

আমরা কোন মহিলার কথা আলোচনা করলাম ?

উঃ- দুঃশলা।

প্রঃ দেশ বিভাজনকে কেন্দ্র করে এই পরিচালক ‘শঙ্খচিল’ নামক একটি অসাধারণ চলচ্চিত্র উপহার দিয়েছেন। মরম কবি লালন ফকিরের জীবন ও দর্শন নিয়ে এই পরিচালক ‘মনের মানুষ’ নামে একটি ছবি উপহার দিয়েছেন। পরিচালককে আমরা বাংলা আধুনিক চলচ্চিত্রের এক প্রবাদ প্রতীম ব্যক্তিত্ব বলতে পারি। তিনি একাধিক তথ্য চিত্রের পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

আমরা কোন বাঙালি পরিচালকের কথা বললাম ?

উঃ- গৌতম ঘোষ ।

প্রঃ তিনি হলেন এক বিতর্কিত বাঙালি চলচ্চিত্র পরিচালক। দীর্ঘকাল পুনার ফিল্ম ইনস্টিটিউটে অধ্যাপনা করেছেন। যুক্তিতর্ক গল্পের মতো বিতর্কিত চলচ্চিত্র উপহার দিয়েছেন। তাঁর জীবন ছিল দুঃখ কষ্টের জ্বালা যন্ত্রণায় ভরা।

আমরা কোন বাঙালি চলচ্চিত্র পরিচালকের কথা বললাম?

উঃ- ঋত্বিক ঘটক।

প্রঃ এই নাট্য সংগঠনেও শম্ভু মিত্র, তৃপ্তি মিত্রের মতো প্রবাদ প্রতীম নাট্য ব্যক্তিত্বরা যুক্ত ছিলেন। এই সংগঠনের পক্ষ থেকে ‘ডাকঘর’ হয়েছিল। ‘রাজা ওয়াদিপাউস’ সংগঠনের আর একটি সফল নাটক। গ্যালিলিয়র জীবন নিয়ে এই নাটক একটি সংগঠন উপহার দেন।

আমরা কোন নাট্য দলের কথা আলোচনা করলাম?

উঃ- বহুরূপী।

প্রঃ অতসী মামীর মাধ্যমে বাঙলা সাহিত্যে আত্মপ্রকাশ। পদ্মা নদীর মাঝি তাঁর শ্রেষ্ঠ উপন্যাস বলা হয়। ছোটো বকুলপুরের যাত্রী হল তার অন্যতম সেরা ছোটো গল্প । অল্প বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য হন।

আমরা কোন শক্তিশালী বাঙালি সাহিত্য সাধকের কথা আলোচনা করলাম।

Quiz Questions, সাধারণ জ্ঞান

উঃ- মানিক বন্দ্যোপাধ্যায়।

প্রঃ এই ফুটবল খেলোয়াড় মোহনবাগান রক্ষণভাগের স্তম্ভ স্বরূপ বিরাজ করতেন। অসাধারণ ক্রীড়া দক্ষতার জন্য তাঁকে চাইনিস ওয়ার্ল্ড বলা হত। তাঁকে মোহনবাগান ক্লাব নানা ভাবে সম্বর্ধিত করেছিল। তিনি হলেন ভারতের জাতীয় সম্পদ।

আমরা কোন খেলোয়াড় সম্পর্কে কথাগুলি বললাম ?

উঃ- গোষ্ট পাল।

প্রঃ তাঁকে আমরা লোকমাতা নামে ডেকে থাকি। শহর কলকাতায় এবং অ-বিভক্ত বঙ্গদেশে একাধিক স্মৃতি সৌধ মন্দির স্থাপন করেছেন। দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির স্থাপন করেছেন। এক বিশিষ্ট মহিলা হিসেবে খ্যাতি লাভ করেন।

আমরা কোন মহিলার কথা ঘোষণা করলাম ?

উঃ- রানী রাসমণি দেবী।

প্রঃ তিনি জন্মে ছিলেন পাঞ্জাব প্রদেশের রায়পুরে। ১৯৬৮ খ্রিঃ চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পান। জেনেটিক কোডের বহু রহস্য উদঘাটন করেন। প্রোটিন সংশ্লেষণে কাজ করেছেন।

আমরা কোন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রাণীবিজ্ঞানীর কথা ঘোষণা করলাম?

উঃ- হরগোবিন্দ খুরানা

প্রঃ ভারতীয় বংশোদ্ভূত এই বিজ্ঞানী পরবর্তী কালে মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ করেন। তিনি হলেন অধ্যাপক সি: ভি. রমনের ভ্রাতুষ্পুত্র। মহাকাশ বিজ্ঞানে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। ১৯৮৩ খ্রিঃ পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে পুরস্কৃত হন।

আমরা কোন মহান বিজ্ঞানীর কথা আলোচনা করলাম?

উঃ- সুব্রহ্মানিয়াম চন্দ্রশেখর।

প্রঃ তিনি ছিলেন প্রাচীন ভারতের এক বিখ্যাত চিকিৎসক। একাধিক গ্রন্থ লিখেছেন। চিকিৎসা বিজ্ঞানে ব্যবহারিক প্রয়োগে তাঁর অবদানের কথা আমরা কিছুতেই ভুলতে পারব না। তাঁর নামে ভারতবর্ষে একাধিক চিকিৎসা কেন্দ্র স্থাপিত হয়েছে।

আরো জানুন : Quiz questions answers: কুইজের প্রশ্ন উত্তর 2024

আমরা কোন বিখ্যাত ভারতবাসী চিকিৎসকের কথা আলোচনা করলাম?

উঃ- সুশ্রুত।

প্রঃ তিনি ছিলেন কংগ্রেসের উন্নয়ন কমিটির উদ্যোক্তা। তাঁকে ভারতের জাতীয় কংগ্রেস লীগের গ্রান্ড ফাদার বলা হয়। তিনি ইংল্যান্ড পার্লামেন্টে গিয়ে ভারতীয়দের দুরবস্থা সম্পর্কে ভাষণ দিয়েছিলেন। তিনি জন্ম সূত্রে ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা।

আমরা কোন ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বের কথা উল্লেখ করলাম ?

উঃ- দাদা ভাই নৌরজী।

Quiz Questions, সাধারণ জ্ঞান

প্রঃ রাজা রামমোহন রায় সংগঠনটি স্থাপন করেন, এটি ১৮১৫ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। এই সংগঠনের প্রধান কাজ ছিল ভারতীয়দের দুঃখ সম্পর্কে আলোচনা করা। পরবর্তী কালে এই সংগঠনটি নানা কারণে নষ্ট হয়ে যায়।

আমরা কোন সংগঠনটির কথা বললাম?

উঃ- আত্মীয় সভা।

প্রঃ এটি হল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর অবস্থান দার্জিলিং জেলায় । এর উচ্চতা ৩৬০০ মিটার। এই পর্বতশৃঙ্গে ট্রেকিং-এর প্রশিক্ষণ হয়ে থাকে । আমরা পশ্চিমবঙ্গের কোন পর্বতশৃঙ্গটির কথা আলোচনা করলাম?

উঃ- সান্দাকফু।

প্রঃ তাকে আমরা বিপ্লব দলের জননী বলে থাকি। তিনি ছিলেন এক পারসিক মহিলা। প্রবাসী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার জন্য তিনি ইন্ডিয়ান সোসাইটি গঠন করেন। ১৯০৭ খ্রিস্টাব্দে জার্মানীর এক শহরে এক আন্তর্জাতিক সম্মেলনে পতাকা উত্তোলন করেন।

অসম সাহসী এই ভদ্রমহিলা কে ছিলেন ?

উঃ- মাদাম কামা ।

প্রঃ তাঁকে আমরা গুপ্ত সাম্রাজ্যের শেষ যোগ্যতা সম্পন্ন শাসক বলে থাকি। ৪৫৫ থেকে ৪৬৭ খ্রিঃ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। সিংহাসনে আহোরণ করার কয়েক দিন বাদে তাঁকে নিষ্ঠুর হুণ আক্রমণের সম্মুখীন হতে হয়। তিনি হুণদের পরাজিত করে গুপ্ত সাম্রাজ্যকে এক চরম বিপদ থেকে রক্ষা করেন । আমরা কোন মহান গুপ্ত রাজার কথা আলোচনা করলাম ?

উঃ- স্কন্ধগুপ্ত।

প্রঃ দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৩৯ সালে একটি সভা স্থাপন করেন। এই সভা স্থাপনের প্রধান উদ্দেশ্য ছিল রামমোহন প্রবর্তিত ভাবধারা প্রচার করা। ঈশ্বর চন্দ্র, অক্ষয় কুমার দত্ত, রামমোহন প্রভৃতি মনীষীরা সভার সদস্য ছিলেন। এই সভার নামে একটি মুখপত্র প্রকাশিত হত ।

আমরা কোন সভাটির কথা আলোচনা করলাম ?

উঃ- তত্ত্ববোধিনী সভা

প্ৰঃ কামনা-বাসনা-আসক্তি-বিলাসের জন্য ভগবান বুদ্ধ যে নারীর কথা বলে গেছেন সেটিকে এই নামে ডাকা হয়ে থাকে। এর প্রথম ধাপটি হল সৎকার। সৎ চিন্তা হল অনুশাসনের দ্বিতীয় ধাপ। সৎ চেষ্টা হল সপ্তম ধাপ। সৎ মনোবৃত্তিকে আমরা অষ্টম ধাপ বলে থাকি ।

বুদ্ধদেব এই আটটি মার্গকে কি নামে চিহ্নিত করেছিলেন?

উঃ- অষ্টাঙ্গিক মার্গ ।

Quiz Questions, সাধারণ জ্ঞান

প্রঃ গৌতম বুদ্ধের মৃত্যুর পর তাঁর উপদেশগুলিকে সংকলিত করা হয়েছিল। এই সংকলন গ্রন্থটিকে আবার তিনভাগে ভাগ করা হয়। সূত্রপিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক নামে এরা পরিচিত। বুদ্ধদেবের মৃত্যুর পর এই সংকলন গ্রন্থটি প্রকাশিত হয়।

এই সংকলন গ্রন্থটি কি নামে পরিচিত?

উঃ- ত্রিপিটক।

প্রঃ (১) আমার জন্ম মেদিনীপুরে বীরসিংহ গ্রামে। (২) আমি বর্ণপরিচয় বইটির সঙ্গে যুক্ত। (৩) আমাকে বিখ্যাত সমাজ সংস্কারক বলা হয়। (৪) আমি শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম।

আমার পরিচয় কি ?

উঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রঃ তিনি সাতটি তারার তিমির কাব্য গ্রন্থের কবি, রাজশাহীতে জন্মগ্রহণ করেছেন, প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন, ট্রাম দুর্ঘটনায় মৃত্যু হয় । এর পরিচয় কি?

উঃ- জীবনানন্দ দাশ।

প্রঃ রামায়ণের অনুবাদ করেন, বাংলার প্রথম জাতীয় মহাকবি হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন, রামায়ণের মূল কাহিনীর বেশ কিছু অংশ পরিবর্তন করেছেন। নদীয়ার ফুলিয়া গ্রামে জন্ম। এই চারটি সূত্রের সংকেত সূত্র ধরে এই বিশিষ্ট ব্যক্তির পরিচয় কি পাওয়া যাচ্ছে ?

উঃ- কৃত্তিবাস ওঝা

প্রঃ ঋক্‌বেদে আমাকে হিমগিরি বলা হয়। আমার বুকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ আছে। আমি উত্তর এশিয়া থেকে ভারতকে বিচ্ছিন্ন করেছি, কাঞ্চনজঙ্ঘা আমার আর একটি শৃঙ্গ

আমার পরিচয় কি?

উঃ- হিমালয়।

প্রঃ আমি লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের ভোটে নির্বাচিত হই। রাষ্ট্রপতির অবর্তমানে আমাকে রাষ্ট্রপতির আসনে আসীন হতে হয়, আমার বয়স কমপক্ষে ২৯ বছর হওয়া চাই। আমি কোনো লাভজনক পদে যোগ দিতে পারি না ।

আমার পরিচয় কি ?

উঃ- উপরাষ্ট্রপতি

প্রঃ আমাকে বলা হয় ফরাসি বিপ্লবের নায়ক। আমার শেষ জীবন কেটেছে বন্দি অবস্থায়। আমি বিশ্বের অন্যতম সেরা অধিনায়কের স্বীকৃতি পেয়েছিলাম । আমাকে এক রণকৌশলী যোদ্ধা বলা হয়।

আমার পরিচয় কি?

উঃ- নেপোলিয়ান বোনাপার্ট ।

প্রঃ আমি ডিসেম্বরের একটি তারিখ। আমার সঙ্গে শান্তি এবং অহিংসা যুক্ত হয়ে আছে। এই দিনটি বিশ্বের সর্বত্র পালিত হয়। এই দিনে রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোন তারিখটি বোঝানো হচ্ছে?

উঃ- ২রা ডিসেম্বর।

প্রঃ এই নদীর উপর কোপাই প্রকল্প গড়ে উঠেছে। এই প্রকল্পের ফলে অনেক মানুষের উপকার হয়েছে। এই প্রকল্পের সঙ্গে একাধিক সমাজ সেবা-মূলক প্রকল্প যুক্ত আছে। এই প্রকল্পটি কেন্দ্র এবং রাজ্যে যৌথ পরিকল্পনায় গড়ে উঠেছে?

এখানে কোন নদীর কথা বলা হয়েছে।

উঃ-কাবলি নদী।

Quiz Questions, সাধারণ জ্ঞান

প্রঃ একে বলা হয় সমুদ্রের নদী। এর দু’দিকে অনেকগুলি বন্দর আছে। এটি এক বিশিষ্ট জলপথ হিসেবে বিবেচিত। একে বিশ্বের অন্যতম জলপথ বলা হয় । এখানে কোন জলপথের কথা বলা হয়েছে?

উঃ- ইস্ট গেট।

প্রঃ আমার সঙ্গে তাইওয়ান রাষ্ট্রটি যুক্ত আছে। আমি তাইওয়ানের রাজধানী। আমি তাইওয়ানের সর্বাধিক জনসংখ্যা যুক্ত শহর। আমাকে তাইওয়ানের সংস্কৃতি রাজধানীও বলা হয় ।

আমি কোন শহর?

উঃ- তাই পে।

প্রঃ আমার অবস্থান ওড়িষ্যায়। আমাকে সূর্যমন্দির বলে ডাকা হয়। আমার সঙ্গে ভারতীয় স্থাপত্যকলা যুক্ত হয়ে আছে। প্রতি বছর অসংখ্য পর্যটক আমাকে দেখতে যান।

আমার অন্য নামটি কি?

উঃ- ব্ল্যাক প্যাগোডা।

প্রঃ আমাকে ভারতের জাতীয় নদী বলা হয়। আমাকে নিয়ে অসংখ্য পুরাণকাহিনী রচিত হয়েছে। আমার উভয় তীরে বেশ কয়েকটি নগর ও বন্দর আছে। সম্প্রতি আমাকে পরিষ্কারকরণ করা হচ্ছে।

আমি কোন নদী?

উঃ- গঙ্গা ।

প্রঃ এটি হল ভারতের দক্ষিণতম প্রান্তর। এই স্থানটির সঙ্গে ভারতবর্ষের এক প্রধানমন্ত্রীর নাম জড়িত আছে। সুনামি ঝড়ের ফলে এই স্থানটির ক্ষতি হয়। এখানে এক বিশিষ্ট ভারতীয় নারী মূর্তি স্থাপিত হয়েছে।

এই চারটি সূত্র ধরে স্থানটি চিহ্নিত করুন?

উঃ– ইন্দিরা পয়েন্ট।

প্রঃ পর্যটকদের কাছে এটি ওড়িষ্যার অন্যতম আকর্ষণীয় স্থান। প্রাচীনকাল থেকে এখানকার পুণ্যার্থীদের কাছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরম পবিত্র বিবেচিত হয়ে আসছে। শ্রী চৈতন্যদেব শেষ জীবনে এ স্থানটিকে বেছে নিয়েছিলেন। কেবলমাত্র তীর্থক্ষেত্র হিসাবেই নয়, উত্তাল-উদ্দাম সমুদ্রের আকর্ষণে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকরা আসেন।

বলুন, আমরা কোন শহরের কথা বলছি?

উঃ- পুরী।

প্রঃ এখানকার সূর্যমন্দির বিশ্ববিখ্যাত। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী বলতে হয় মৈত্রায়ারণ্যে মন্দির গঠন করে শ্রীকৃষ্ণপুত্র শাম্ব সূর্যদেবের মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করেন। পুরী থেকে এই তীর্থস্থানের দূরত্ব ৩৫ কিমি। কথিত আছে এই মন্দিরের শীর্ষদেশে কুম্ভ পাথর নামক এক অতিকায় চুম্বক ছিল, সেটার আকর্ষণের ফলে জাহাজ বা স্টীমার যাবার সময় সেটির দ্বারা তাদের গতিরুদ্ধ হয়ে যেত।

বলুন, আমরা কোন তীর্থস্থানের কথা বলছি?

উঃ- কোনারকের সূর্যমন্দির।

FAQs

ফরাসি বিপ্লবের নায়ক কাকে বলা হয় ?

নেপোলিয়ান বোনাপার্ট কে।

Leave a Comment