অবশেষে প্রকাশিত হলো SSC CGL 2022 বিজ্ঞপ্তি: Recruitment 2022

SSC CGL 2022
SSC CGL 2022

প্রতিবছরের মতো এ বছরেও SSC CGL 2022 পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল। প্রতিবছর সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীরা এই পরীক্ষার জন্য অপেক্ষায় থাকেন । অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১৭ ই সেপ্টেম্বর এস. এস. সি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

বিজ্ঞপ্তি (SSC CGL 2022): স্টাফ সিলেকশন কমিশন ১৭ ই সেপ্টেম্বর ২০২২ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে SSC CGL 2022 এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উল্লেখ্য প্রতিবছর এই পরীক্ষার মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং একাধিক সরকারি সংস্থার অধীনে কার্যরত ডিপার্টমেন্টে গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য এই কমিশন দ্বারা একটি জাতীয় স্তরের পরীক্ষা পরিচালিত করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে শূন্য পদের সংখ্যা, আবেদন করার সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা ,বেতন কাঠামো ,বয়স সীমা ,পরীক্ষার নতুন সিলেবাস, নতুন পরীক্ষা পদ্ধতি- এই প্রতিবেদনে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হলো।

শূন্য পদের সংখ্যা (SSC CGL posts ):

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে ২০০০০ এরও বেশি শূন্য পদে SSC CGL 2022 পরীক্ষা থেকে নিয়োগ করা হবে।

বয়স সীমা :

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকলে এই ‘গ্রুপ বি’ এবং ‘গ্রুপ সি’ পরীক্ষার জন্য আবেদন করা যাবে। তবে এস. সি এবং এস. টি শ্রেণীর প্রার্থীরা পাঁচ বছরের এবং ওবিসি শ্রেণির প্রার্থীরা তিন বছরের জন্য সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন। পি. ডব্লিউ. ডি শ্রেনীর আবেদনকারীরা নিয়ম অনুসারে ১০ বছরের ছাড় পাবেন।

বেতন কাঠামো :

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন বেতন কাঠামো রয়েছে। তবে এই গ্রুপ বি এবং গ্রুপ সি ক্যাটাগরির চাকরি প্রার্থীরা মনোনীত হলে তখন ২৫,৫০০ থেকে ১,৫১,১০০ টাকা পর্যন্ত মূল বেতন পাবেন। তার সঙ্গে থাকছে অন্যান্য সুযোগ সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো শাখার স্নাতক হলেই এই SSC CGL 2022 চাকরির পরীক্ষার জন্য আবেদন করা যাবে।

পরীক্ষা পদ্ধতির পরিবর্তন :

SSC CGL 4 টি স্তরে এই পরীক্ষা পরিচালনা করে। তার মধ্যে Tier I এবং Tier II অনলাইনে পরিচালিত হবে। আর এ বছর অর্থাৎ ২০২২ সালে পরীক্ষার জন্য Tier II তে রিজনিং, কম্পিউটার এবং জেনারেল এওয়ারনেস চালু করা হয়েছে। অন্যদিকে Tier III এবং Tier IIII যেমন পরিচালিত হয় তেমনি হবে। পরীক্ষার সিলেবাস এবং পদ্ধতি এর বিশদ বিবরণের জন্য এই আর্টিকেলটি পড়ুন:↓

 [ সিজিএল পরীক্ষার নিয়ম-কানুন এবং সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন]

পরীক্ষা নেওয়ার তারিখ :

বিজ্ঞপ্তি অনুসারে SSC CGL 2022 তাদের টিয়ার ওয়ান পরীক্ষা ২০২২ সালের ডিসেম্বর মাসেই নেওয়ার কথা জানিয়েছে।

SSC CGL 2022 অনলাইন আবেদন প্রক্রিয়া :

স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইচ্ছুক চাকরি প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন। তবে আবেদন করার জন্য প্রথমে চাকরি প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে।

এরপর রেজিস্ট্রেশন করা হয়ে গেলে লগইন ডিটেলস দিয়ে লগইন করতে হবে। এরপর আবেদনকারীকে তার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ দরকারি সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। 

সবশেষে আবেদন ফি পেমেন্ট করে অনলাইন অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করতে হবে। 

যাদের আগে থেকে SSC এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা আছে তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই। পুরনো লগইন ডিটেলস দিয়ে পুনরায় লগইন করে আবেদন করতে পারবেন। 

SSC CGL Recruitment 2022 Application Fee:

  • সাধারণ পরথীদেরকে 100 টাকার আবেদন ফি জমা দিতে হবে।
  • SC, ST, PWD, Ex-serviceman এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না। 
  • অনলাইন UPI, নেট ব্যাঙ্কিং অথবা Credit or Debit cards এর মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে। 
  • অনলাইনে এই পরীক্ষার আবেদন ফি জমার শেষ তারিখ 09/10/2022 এবং অফলাইনে আবেদন ফি জমার শেষ তারিখ 10/10/2022। তবে নির্দিষ্ট শেষ তারিখের কিছুদিন আগেই এই ফি জমা করে নেওয়া ভালো।

ssc cgl exam analysis: Recruitment Process:

Tier I Exam: 

  • মোট 200 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। 
  • সময়সীমা থাকবে 1 ঘন্টা।
  • পরীক্ষার প্রশ্ন হবে MCQ টাইপের।
  • প্রশ্ন থাকবে ইংরেজি এবং হিন্দি ভাষাতে। নেগেটিভ মারকিং থাকছে। একটি প্রশ্নের ভুল উত্তর দিলে 0.50 নম্বর কাটা হবে।

Tier II Exam:

  • এখানে মোট তিনটি পেপারের পরীক্ষা হবে। Paper-I,  Paper-II এবং Paper-III.
  • মোট নম্বর থাকবে 850.
  • Paper-I পরীক্ষার জন্য সময় থাকবে 1 ঘন্টা। 
  • Paper-II পরীক্ষার জন্য সময় থাকবে 1 ঘন্টা। 
  • Paper-III পরীক্ষার জন্য সময় থাকবে 2 ঘন্টা। 

SSC CGL Tier-I Exam marks division :

বিষয়প্রশ্ন সংখ্যা নম্বর
1. General Intelligence and Reasoning2550
2. General Awareness2550
3. Quantitative Aptitude2550
4. English Comprehension2550
মোট100200
Marks Division

পশ্চিমবঙ্গের পরীক্ষার সেন্টার:

পশ্চিমবঙ্গের মধ্যে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী কলকাতা এবং শিলিগুড়িতে সেন্টার রয়েছে। 

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ17.09.2022
আবেদন শুরু17.09.2022
আবেদন শেষ08.10.2022
Tier-I পরীক্ষা ডিসেম্বর 2022
Tier-II পরীক্ষাপরে জানানো হবে।
Important Dates

FAQS

SSC CGL 2022 পোষ্টের জন্য শূন্য পদে সংখ্যা কত?

কুড়ি হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে

SSC CGL 2022 পোষ্টের আবেদন করার বয়স সীমা কত?

১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স থাকলে গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য আবেদন করা যাবে

SSC CGL 2022 পোষ্টের বেতন কাঠামো কি আছে?

আপনি যদি এই পোস্টের জন্য সিলেক্ট হন তাহলে ২৫৫০০ থেকে ১ লাখ ৫১ হাজার ১০০ টাকা পর্যন্ত মূল বেতন পাবেন।

SSC CGL 2022 পোষ্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কি ?

যেকোনো শাখায় স্নাতক হলেই এই পদের চাকরির পরীক্ষার জন্য আবেদন করা যাবে

SSC CGL 2022 পরীক্ষা কখন হবে ?

২০২২ সালের ডিসেম্বর মাসে টিয়ার ওয়ান এক্সাম নেয়া হবে বলে খবর আছে।

SSC CGL 2022 পরীক্ষা দেওয়ার ফি কত?

জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য ১০০ টাকা । তবে SC, ST, PWD, Ex-serviceman এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না। 

Leave a Comment