সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর – SSC CGL Practice Quiz, SSC CGL GK Quiz 2025, MTS ও CHSL এর জন্য গুরুত্বপূর্ণ ২৫টি প্রশ্ন

Our WhatsApp Group Join Now

সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সাধারণ জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষার্থীদের জন্য আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রি SSC CGL practice quiz এবং বিশেষভাবে তৈরি SSC CGL GK quiz 2025। এই কুইজে এমটিএস, সিএইচএসএল সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাছাই করা ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা উত্তর দিয়ে শেষে Finish বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে তাদের প্রাপ্ত নম্বর ও সঠিক উত্তর দেখতে পারবেন। এই free SSC CGL practice test in Bengali আপনার জ্ঞান যাচাইয়ের পাশাপাশি বাস্তব পরীক্ষার মতো অভিজ্ঞতা দেবে। এখনই কুইজটি চেষ্টা করুন এবং সফলতার দিকে আরও এক ধাপ এগিয়ে যান।

SSC CGL GK Quiz
SSC CGL GK Quiz
SSC Quiz সাধারণ জ্ঞান প্রস্তুতি: চাকরির পরীক্ষার কুইজ- এইখানে ক্লিক করুন।

চলুন শুরু করা যাক SSC CGL GK Quiz

সাধারণ জ্ঞান কুইজ
সাধারণ জ্ঞান কুইজ
1. সংগীত অনুষ্ঠানের জন্য তৈরি হলঘরের দেয়ালে শব্দ-
2. ছোটোনাগপুর মালভূমি এই শিলায় গঠিত-
3. আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ কোথায় হয়েছিল?
4. কোন্ শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে?
5. আলেকজান্ডারের শিক্ষক ছিলেন-
6. ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে-
7. হিজুবুল্লা জঙ্গি সংগঠনের আসল ঘাঁটি যে দেশে-
8. স্থির উয়তায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন-
9. পশ্চিমবঙ্গের মোট জেলা ক-টি?
10. মটরগাছের আকর্ষ প্রধানত কোন্ অঙ্গের রূপান্তর?
11. আলোর কোন্ ধর্মের জন্য জলের মধ্যে ঘসা কাচকে (ground glass) স্বচ্ছ দেখায়?
12. গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়?
13. আসিফ আলি জারদারির রাজনৈতিক দলের নাম-
14. হিদাসপিস বা ঝিলমের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
15. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল-
16. কোনো বস্তুর ওজন সর্বাধিক হবে-
17. একটি বড়ো বরফের খণ্ড O°C তাপমাত্রায় বায়ুতে রাখা আছে। এতে একটি ছোটো গর্ত করে অল্প জল ঢালা হলে, সেই জলটি-
18. আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেন?
19. নীচের কোন্ ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে?
20. বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে কারণ-
21. সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন?
22. ভারতে প্রাথমিকভাবে বিকেন্দ্রীকৃত পরিকল্পনায় প্রকৃত সূচনা হয়েছিল কোন্ পরিকল্পনার সময় থেকে?
23. কোন্ কোশ অঙ্গাণুটি ‘আত্মঘাতী থলি’ নামে পরিচিত?
24. বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছিল-
25. ডিমিট্রিয়াস বা ডিমিট্রি কোন্ বংশের রাজা?
আপনার স্কোর: 0/25

Leave a Comment