SSC Group C & SSC Group D চাকরির জন্য SSC GK Quiz in Bengali – 30 Questions Practice Quiz in Bengali

Our WhatsApp Group Join Now

SSC Group C এবং SSC Group D চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়ে এলাম একদম নতুন SSC GK Quiz in Bengali যেখানে আছে মোট 30টি গুরুত্বপূর্ণ General Knowledge Questions। এই ফ্রি অনলাইন Practice Quiz এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা সহজেই নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবেন।

এই মক টেস্টে ভারতীয় ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রনীতি, সমসাময়িক বিষয় সহ নানা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর শুধু Finish Button এ ক্লিক করলেই সঙ্গে সঙ্গে পাওয়া যাবে আপনার প্রাপ্ত স্কোর এবং সঠিক উত্তরগুলি।

🔹 West Bengal SSC Group C & D পরীক্ষার্থীদের জন্য উপযোগী
🔹 Instant Result সহ GK Practice Set
🔹 Competitive Exam প্রস্তুতির জন্য অত্যন্ত কার্যকর

আজই এই SSC GK Quiz in Bengali চেষ্টা করুন এবং আপনার Government Job Exam প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলুন।

SSC GK Quiz in Bengali
SSC GK Quiz in Bengali

চলুন শুরু করা যাক SSC GK Quiz in Bengali

মাল্টিপল চয়েস কুইজ
1. ‘The Poverty of Political Economics’ বইটি কার লেখা?
2. একমাত্র কোন ষোড়শ মহাজনপদটি দক্ষিণ ভারতে ছিল?
3. আধুনিক যুগের প্রথম কবি কে?
4. অক্সিজেন হল এক প্রকার-
5. ইউরিয়া সার মাটিতে কীসের অভাব পূরণ করে?
6. টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছেন?
7. TRAFFIC-এর সদর দফতর কোথায় অবস্থিত?
8. ‘Playing It My Way’ বইটি কার লেখা?
9. ‘কথাকলি’ কোন অঞ্চলের নৃত্য?
10. নিম্নের কোন শাসক বাংলার বুক থেকে ‘মাৎস্যন্যায়’-এর অবসান ঘটান?
11. ভারতে মুসলিম সাম্রাজ্যবাদের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
12. ভারত শাসন আইনকে ‘Charter of Slavery’ কে বলেছিলেন?
13. ‘উদ্যান নগরী’ কোন শহরকে বলা হয়?
14. ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটি?
15. কোন নদী ‘ধলেশ্বরী’ ও ‘দ্বারকেশ্বর’ নামেও পরিচিত?
16. সর্বপ্রথম পারিবারিক আদালত কোথায় চালু হয়?
17. ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী আইন কবে পাস হয়?
18. কে প্রথম ভারতে জাতীয় আয় (National Income) নির্ধারণ করেছিলেন?
19. জোগানের দিক থেকে মূল্যস্তর বৃদ্ধি নিয়ন্ত্রণের উপায় হল-
20. নীচের কোনটি বাঘের স্বাভাবিক বাসস্থান নয়?
21. ‘বন্যপ্রাণ সুরক্ষা আইন 1972’ কবে প্রথম সংশোধিত হয়?
22. ‘আলিপুর চিড়িয়াখানা’ হল একটি-
23. FSI-এর 2011 খ্রিস্টাব্দের রিপোর্ট অনুযায়ী ভারতে জাতীয় উদ্যানের সংখ্যা কত?
24. আম কী ধরনের শর্করার উদাহরণ?
25. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে কণা অংশগ্রহণ করে সেটি হল-
26. কম্পাস, লোহাচুর, লোহার বস্তু দ্বারা আমরা কীসের উপস্থিতি জানার চেষ্টা করি?
27. প্যারাসুটের মাধ্যমে আরোহীকে নিরাপদ অবতরণে সাহায্য করে-
28. স্কুলের ছাত্রীদের Menstrual Leave দেবে কোন রাজ্য?
29. গৌণ বায়ুদূষক PAN-এর পুরো কথাটি হল-
30. আলোক-রাসায়নিক ধোঁয়াশাতে সর্বদাই থাকে-
আপনার স্কোর: 0/30
👇👇👇👇👇

নদী থেকে ২৮টি গুরুত্বপূর্ণ প্রশ্ন: SSC Group C & D Quiz Practice

Leave a Comment