WB Primary TET 2023: পুজোর আগেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

WB Primary TET 2023
WB Primary TET 2023

WB Primary TET 2023: বহুদিন অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পুজোর আগেই প্রকাশ হবে এবং ডিসেম্বর -এ পরীক্ষা সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়েছে।যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং এবং প্রাইমারি স্কুলে চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আপনার জন্য এটি অবশ্যই সুখবর।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর সূত্রে খবর যে ২০২৩ সালের প্রাইমারি টেট এর নতুন বিজ্ঞপ্তি এ বছর অর্থাৎ ২০২৩ সালে পুজোর আগেই আসতে চলেছে। পরীক্ষা নেওয়া হবে ডিসেম্বর মাস নাগাদ। তবে এবারের প্রাইমারি টেট দুটি পর্যায়ে হওয়ার সম্ভাবনা আছে বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে।তবে এর জন্য আপনাকে অবশ্যই ডি.ই.এল.ই.ডি করে থাকতে হবে এবং আপনার বয়স 40 বছরের মধ্যে হতে হবে। চলুন বিস্তারিত খবরে যাওয়া যাক।

কোন কোন পরীক্ষার্থীরা এই টেট পরীক্ষায় বসতে পারবেন (WB Primary TET 2023 Eligibility Criteria):

যে সমস্ত চাকরি প্রার্থীগণ উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং যাদের উচ্চমাধ্যমিকে ৫০% নাম্বার আছে এবং যাদের ডি.ই.এল.ই.ডি করা রয়েছে তারা পশ্চিমবঙ্গের এই টেট পরীক্ষা দিতে পারবেন। আরো জানানো হয়েছে যে যারা টেট পরীক্ষায় পাস করেছেন তারাও আবার নতুন করে বসতে পারবেন যদি তাদের বয়স ৪০ বছরের মধ্যে হয়ে থাকে।

বয়স (Age Limit of WB Primary TET 2023):

পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট পরীক্ষার ক্ষেত্রে বয়সসীমা ধার্য করা হয়েছে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে, তবে সংরক্ষিত বিভিন্ন শ্রেণির চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে বয়সের ছাড় পাবেন।

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর 2023

টেট পরীক্ষার্থীর সংখ্যা কত হতে পারে ?

যেহেতু এবছর কেবলমাত্র ডি.ই.এল.ই.ডি কোর্স ধারি চাকরি প্রার্থীরা এই প্রাইমারি টেট পরীক্ষায় বসতে পারবেন তাই হিসেব অনুযায়ী পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 5 লক্ষ ছাড়িয়ে যেতে পারে।

পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি (WB TET Recruitment Notification 2023):

পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে ২০২৩ সালের টেট পরীক্ষার (WB Primary TET 2023) জন্য অনলাইন অ্যাপ্লিকেশন আহ্বান করা হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট WBPPE.ORG থেকে। এই অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস সম্ভবত অক্টোবর পূজার আগে শুরু হতে পারে। যোগ্য চাকরি প্রার্থীরা অনলাইনে দরখাস্ত করতে পারবেন একমাত্র WBPPE এর ওয়েবসাইট থেকে।

WB Primary TET 2023
WB Primary TET 2023

এক নজরে পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট পরীক্ষার ওভারভিউ (WB Primary TET 2022 Overview)

পর্ষদের নামপশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদ (WBBPE)
পরীক্ষার নাম টিচার এলিজিবিলিটি টেস্ট (TET) প্রাইমারি এবং আপার প্রাইমারি লেবেল।
এটি কোন ক্যাটাগরির পরীক্ষাশিক্ষক নিয়োগ
কিভাবে দরখাস্ত করা যাবে অনলাইন মোডে দরখাস্ত করতে হবে
কোথায় পরীক্ষা নেওয়া হবেপশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন শিক্ষা কেন্দ্রে
অফিসিয়াল ওয়েবসাইট এর নাম কি
(WB TET 2022 official website)
WWW.WBPPE.ORG
পরীক্ষার দিন কি পরিবর্তন হতে পারে হতেও পারে

এই টেট পরীক্ষার ধরন কেমন হবে (About WB TET exam 2023 ):

পশ্চিমবঙ্গের ২০২৩ সালে যে নতুন প্রাইমারি টেট পরীক্ষা নেয়া হবে তার প্রশ্নপত্র সিটেট পরীক্ষায় যেমন প্রশ্নপত্র হয় সেই টাইপের হবে। যেটা অবশ্যই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন বা এন.সি.টি.ই এর গাইডলাইন্স মেনেই হবে। এখানে ১৫০ টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এবং যার উত্তর করার জন্য পরীক্ষার্থীরা ৯০ মিনিট সময় পাবেন। এখানে পরীক্ষা নেয়া হবে দুটি পেপারে পেপার ১ এবং পেপার ২। পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট ২০২৩ পরীক্ষার জন্য কোন নেগেটিভ মার্কিন থাকছে না। আর এই দুটি পেপার মিলিয়ে আপনি মোট ৩ ঘন্টা সময় পাবেন।

পরীক্ষার দিনক্ষণ (WB TET Exam Date 2023 ):

EventsDates
WBTET নোটিফিকেশন জারি অক্টোবর ২০২৩
দরখাস্ত শুরু অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে (সম্ভবত )
রেজিস্ট্রেশনের লাস্ট ডেটঅক্টোবর মাসের চতুর্থ সপ্তাহ(সম্ভবত )
Registration সাবমিট অথবা অ্যাপ্লিকেশন প্রিন্ট করার দিন সম্ভবত নভেম্বর মাসে প্রথম সপ্তাহ(সম্ভবত )
WB Primary TET 2023 Exam Date সম্ভবত ডিসেম্বর ২০২৩ (সম্ভবত )

WB TET 2022 পরীক্ষার যোগ্যতা ( Eligibility Criteria ):

পর্ষদ থেকে ২০২২ এর টেট পরীক্ষার জন্য অফিশিয়াল নোটিফিকেশন ঘোষণা হওয়ার পর প্রত্যেক চাকরি প্রার্থীকে প্রথমে সেই নোটিফিকেশন ডাউনলোড করে নিতে হবে। সেখানে আরও স্পষ্ট করে নতুন নিয়মগুলি সম্পর্কে জানা যাবে। তবে চাকরি প্রার্থীরা গুরুত্বপূর্ণ এই সমস্ত তথ্যগুলি জেনে রাখতে পারেন।

  • শিক্ষাগত যোগ্যতা : যে সমস্ত চাকরি প্রার্থীরা WB TET পরীক্ষা দেবেন তাদেরকে অবশ্যই হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে মিনিমাম ৫০% নম্বর পেতে হবে এবং তার সঙ্গে দু বছরের ডি.ই.এল.ই.ডি কোর্স কমপ্লিট করতে হবে।
  • অথবা হায়ার সেকেন্ডারি বা সিনিয়র সেকেন্ডারি পরীক্ষাতে ৫০% নম্বর পেতে হবে এবং তার সঙ্গে ডিপ্লোমা ইন এডুকেশন বা স্পেশাল এডুকেশন যেটা আর.সি.আই থেকে অনুমোদিত থাকতে হবে।
  • অথবা যেকোনো শাখার গ্রাজুয়েটরা যদি দু বছরের ডিপ্লোমা ইন এডুকেশন বা ডি.ই.এল.ই.ডি করে থাকেন তাহলে তারাও এই পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

কিভাবে আবেদন পত্র পূরণ করতে হবে (How to Fill WB TET Recruitment Application Form 2023?

১ . প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে wbbpe.org & wbsed.gov.in

২ . এরপর অনলাইন এপ্লিকেশন ফর WBTET 2022 এই অপশনে ক্লিক করতে হবে।

৩ । এরপর নির্দিষ্ট অপশনে গিয়ে ফোন নাম্বার, ইমেইল এড্রেস দিয়ে সাইন আপ করে নিয়ে লগইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। অথবা আপনার যদি আগে আইডি /পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে তাহলে তা দিয়ে লগ ইন করে নিতে হবে। এরপরেই আইডি এবং পাসওয়ার্ড লিখে রাখতে হবে। কারণ পরবর্তী ক্ষেত্রে আপনি যখন লগইন করবেন তখনই এগুলি লাগবে।

৪ . এরপর আপনাকে পাসপোর্ট মাপের ছবি এবং এবং আপনার সই স্ক্যান করে রেডি করে রাখতে হবে। আর তার সাথে আপনার সমস্ত ডকুমেন্টের স্ক্যান কফি সঙ্গে রাখতে হবে।

৫ . এরপর আপনাকে লগ ইন করার পর যথাস্থানে ফর্মের সমস্ত কিছু ফিলাপ করে আপনার ফটো সাইন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।

৬. তারপর পরীক্ষার ফি দেয়ার অপশন পাবেন সেখানে গিয়ে অনলাইন বা ইউ. পি. আই . মোডের মাধ্যমে আপনাকে পরীক্ষার ফি পে করতে হবে।

৭. সবশেষে আপনাকে দরখাস্তের একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দিতে হবে।

পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট ২০২৩ এ কিভাবে সিলেকশন করা হবে (WB TET Selection Process 2023):

  • টেট পরীক্ষাতে প্রাপ্ত নম্বর অনুযায়ী যে সমস্ত চাকরিপ্রার্থী উত্তীর্ণ হবেন, শূন্য পদের অনুপাত অনুযায়ী প্রথমে তাদেরকে শর্ট লিস্টেড করা হবে।
  • এরপর সেই শর্ট লিস্টেড চাকরিপ্রার্থীদের কে পার্সোনাল ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
  • এরপর টেট পরীক্ষার নম্বর এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর যোগ করে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে।
  • সবশেষে শুরু হবে কাউন্সিলিং বা স্কুল নির্বাচন।

FAQs:

WB Primary TET 2023 এর জন্য কবে থেকে দরখাস্ত করা যাবে?

অক্টোবর মাসের ২য় সপ্তাহ থেকে (সম্ভবত )।

WB Primary TET 2023 এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট এর নাম কি?

WB Primary TET 2023 এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি ?

যে সমস্ত চাকরি প্রার্থীরা WB TET পরীক্ষা দেবেন তাদেরকে অবশ্যই হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে মিনিমাম ৫০% নম্বর পেতে হবে এবং তার সঙ্গে দু বছরের ডি.ই.এল.ই.ডি কোর্স কমপ্লিট করতে হবে।