WB Primary TET Mock Test 1, বিষয়: শিশু মনস্তত্ত্ব

WB Primary TET Mock Test 1
WB Primary TET Mock Test 1
Our WhatsApp Group Join Now

 WB Primary TET Mock Test 1: শিক্ষা মনোবিজ্ঞান, শিশু বিকাশের ধারণা, এবং পড়াশোনা সঙ্গে তার সম্পর্ক, শিশু বিকাশের মূলনীতি, বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি, শিক্ষাগত তাৎপর্য, ভাষা ও বচনের বিকাশ, জীবন বিকাশের স্তর, প্রান্তীয় শৈশবকাল, শৈশবের চাহিদা, বাল্যকাল, প্রাথমিক কৈশোর স্তর, বংশগতি ও পরিবেশের প্রভাব, সামাজিকীকরণ প্রক্রিয়া, বিভিন্ন মনোবিজ্ঞানের তত্ত্ব, শিশু শিক্ষা এবং মনস্তত্ত্বের ইত্যাদি বিষয়গুলি নিয়ে আজকের প্রতিবেদনে 30 টি প্রশ্ন নিয়ে একটি মক টেস্টের আয়োজন করা হয়েছে। এই মক টেস্ট টি পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট পরীক্ষা ২০২৩ এর পরীক্ষার্থীদের জন্য খুবই উপযোগী হবে। আমাদের এই WB Primary TET Mock Test পর্ব গুলিতে প্রতিনিয়ত অংশ নিয়ে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে তুলুন।চলুন শুরু করা যাক।

WB Primary TET Mock Test 1

 

#1. রুশোর জীবনবিকাশের তৃতীয় পর্যায়টি কত বছর থেকে কত বছর পর্যন্ত বিস্তৃত?

#2. যে অভীক্ষায় একটি নির্দিষ্ট মান অনুযায়ী অর্জিত জ্ঞানের বা, পারদর্শিতার মাত্রা নির্ধারণ করা হয় তাকে কী অভীক্ষা বলে?

#3. কোনো অভীক্ষা আদর্শায়নের জন্য প্রথমেই জানতে হবে অভীক্ষাটির-

#4. নীচের কোনটি ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের অন্তর্গত নয় ?

#5. ‘সমাজমিতির কৌশল’ কোন মূল্যায়ন কৌশলের অন্তর্গত?




#6. প্রশ্নগুচ্ছ কী?

#7. শিক্ষার্থীদের জটিল ধারণা বোঝাতে শিক্ষক হিসাবে আপনি কী করবেন?

#8. শিশুদের ভুলগুলি-

#9. ‘Talking Book’ কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়?

#10. নীচের কোনটি কর্মসম্পাদনী বুদ্ধির অভীক্ষার অন্তর্গত নয়?




#11. একজন শিশু 5 বছর বয়সে চিড়িয়াখানা বেড়াতে গিয়েছে, কিন্তু সে চিড়িয়াখানার ভিতর জীব ও জড় বস্তুর মধ্যে কোনোরকম পার্থক্য করতে পারল না – এই ঘটনাটিকে কী বলা হবে? –

#12. ‘PWD Act’ কবে চালু হয়?

#13. ব্যক্তিগত পার্থক্যের বিকাশ বুঝতে নীচের কোনটি গুরুত্বপূর্ণ ?

#14. মৃদু মাত্রা মানসিক প্রতিবন্ধীতার বুদ্ধ্যঙ্ক হবে-

#15. একটি প্রগতিশীল শ্রেণিকক্ষে –




#16. পরিণমনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

#17. লিঙ্গভেদ একটি –

#18. শিশুর জন্মের 48 থেকে 72 ঘন্টার মধ্যে কোন ধরনের চক্ষু রোগের সৃষ্টি হতে পারে?

#19. একটি শ্রেণিকক্ষে শিক্ষক মহাশয় একটি অঙ্ক পরিবর্তন করে শিক্ষার্থীদের সামনে দিল। সবাই অঙ্কটি করতে পারল, কিন্তু নতুন একটি অঙ্কের সমস্যা দেওয়া হল, যাতে তাদের জটিল চিন্তার প্রয়োজন হল এই বৈশিষ্ট্যটিকে কী বলা হবে?

#20. Thematic Appreception Test (TAT) হল –




#21. সামাজিক-সাংস্কৃতিক বিকাশের কথা কে বলেছেন?

#22. ‘প্রতিদ্বন্দ্বিতার চাহিদা’ কী ধরনের চাহিদার অন্তর্গত?

#23. শিক্ষার্থীর সামাজিকীকরণে নীচের কোনটি সঠিক?

#24. শিখন তত্ত্বের স্ক্যাফোল্ডিং হল –

#25. 120-139 বুদ্ধ্যঙ্কটি কাদের নির্দেশ করে?




#26. নীচের কোনটি ক্যাটেলের সংলক্ষণ তত্ত্বের শ্রেণিবিভাগ নয়?

#27. শিশু যখন অন্য ব্যক্তির সামনে নিজের বক্তব্য বোধগম্য করে তুলতে অসুবিধার সম্মুখীন হয়, তা হল-

#28. রহিম ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভালোবাসে, বাল্যবিবাহ প্রথার বিরুদ্ধে মত প্রকাশ করে ও রাষ্ট্রের মাধ্যমে স্বীকৃত আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই স্তরটি নৈতিক বিকাশে কোন স্তরের অন্তর্গত?

#29. মস্তিষ্কে শব্দ সঠিকভাবে না যাওয়ার কারণে শিক্ষার্থী ভাষার অর্থ সঠিকভাবে বুঝতে পারে না, এটি কোন ধরনের শিখন অক্ষমতা?

#30. নীচের কোনটি সৃজনশীলতার উপাদান নয়?




Previous
Finish

Results

PASSED

FAILED

প্র্যাকটিস সেট পেতে এইখানে ক্লিক করুন

2 thoughts on “WB Primary TET Mock Test 1, বিষয়: শিশু মনস্তত্ত্ব”

Leave a Comment