WBPSC Food SI Practice Set 06: ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০৬

WBPSC Food SI Practice Set 06
WBPSC Food SI Practice Set 06

WBPSC Food SI Practice Set 06: Food SI পদে কর্মী নিয়োগ করার জন্য বেশ কিছুদিন আগেই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই পদে চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই প্রায় চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখনো যে সমস্ত পরীক্ষার্থী সেই ভাবে তাদের প্রস্তুতি পুরোপুরি সেরে উঠতে পারেননি সেই সমস্ত পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা বিগত বছরের Food SI পরীক্ষার প্রশ্নের ধরনের উপর বিচার করে বেশ কিছু প্র্যাকটিস সেট তৈরি করেছি যেগুলি বিনামূল্যে প্রায় প্রতিদিনই আপনাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। এই প্র্যাকটিস সেট গুলি নিয়মিত অভ্যাসের ফলে আপনারা আপনাদের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি সেরে নিতে পারবেন।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

WBPSC Food SI Practice Set 06 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০৬

আজকের প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 06)-এ G.K বিভাগ থেকে গুরুত্বপূর্ণ 25 টি প্রশ্ন থাকছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি সঠিক প্রশ্নের উত্তরে নীল কালার করে দেওয়া হয়েছে। চলুন শুরু করা যাক।

WBPSC Food SI Practice Set 06 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০৬

1. রোলিং প্ল্যান সাধারণত কত বছরের জন্য হয়ে থাকে?

(a) এক বছর

(b) দুই বছর

(b) ওড়িশা

(c) তিন বছর

(d) চার বছর

2. ইকোনমিক প্ল্যানিং কোন্ লিস্টে রয়েছে?

(a) স্টেট লিস্টে

(b) ইউনিয়ন লিস্টে

(c) কনকারেন্ট লিস্টে

(d) কোনোটিই নয়

3. নীচের কোন্‌টি দিয়ে ননস্টিক বাসনপত্র কাটিং করা হয়?

(a) টেফলন

(b) হিরা

(c) গ্রাফাইট

(d) লোহা

4. ফরম্যালডিহাইডের সঙ্গে কার বিক্রিয়ায় ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয়?

(a) ক্লোরোফর্ম

(b) ন্যাপথালিন

(c) ফেনল

(d) বেঞ্জিন

5. বাস্তুসংস্থানে পুষ্টিদ্রব্য কীভাবে প্রবাহিত হয়?

(a) একমুখীভাবে

(b) দ্বিমুখীভাবে

(c) চক্রাকারে

(d) আড়াআড়ি ভাবে

6. পরিবেশবিদ্যার উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় হয়?

(a) নিউদিল্লি

(b) প্যারিস

(c) বেলগ্রেড

(d) টিবিলিসি

7. জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা কে নিয়ন্ত্রণ করে?

(a) কেন্দ্রীয় সরকার

(b) রাজ্য সরকার

(c) রাষ্ট্রপুঞ্জ

(d) বেসরকারি সংস্থা

৪. আম্রবৃষ্টি কোথায় দেখা যায়?

(a) দক্ষিণ ভারতে

(b) উত্তর-পূর্ব ভারতে

(c) উত্তর ভারতে

(d) পূর্ব ভারতে

9. ভারতের বৃহত্তম লেগুন হ্রদের নাম কী?

(a) ডাল লেক

(b) চিল্কা হ্রদ

(c) পুলিকট হ্রদ

(d) মানস সরোবর

10. ভারতের বৃহত্তম সেচ খালকে কী বলা হয়?

(a) যমুনা খাল

(b) স্যার হ্যান্ড খাল

(c) ইন্দিরা গান্ধি খাল

(d) আপার বারি দোয়াব খাল

11. Irrfan Khan: A Lifemin Movies’ বইটি লিখেছেন—

(a) বিনোদ শর্মা

(b) শুভ্রা গুপ্তা

(c) ইরফান খান

(d) পিয়ালী দেশমুখ

12. ‘কীৰ্তন’ কোন্ অঞ্চলের নৃত্য?

(a) ভুটান

(b) ওড়িশা

(c) পশ্চিমবঙ্গ

(d) কোনোটিই নয়

13. প্রথম তরাইনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?

(a) 1119 খ্রিস্টাব্দে

(b) 1109 খ্রিস্টাব্দে

(c) 1110 খ্রিস্টাব্দে

(d) 1116 খ্রিস্টাব্দে

14. গুপ্তযুগে ‘পুণ্ড্রবর্ধনভুক্তি’ ও ‘তীরভুক্তি’ বলতে কোন্ কোন্ অঞ্চলকে বোঝাত?

(a) উত্তর বিহার ও উত্তরবঙ্গ

(b) উত্তরবঙ্গ ও উত্তর বিহার

(c) পূর্ববঙ্গ ও পূর্ব বিহার

(d) পূর্ব বিহার ও পূর্ববঙ্গ

15. ভারতের প্রথম জাতীয় পতাকা কবে উত্তোলিত হয় ?

(a) 1907 খ্রিস্টাব্দে

(b) 1930 খ্রিস্টাব্দে

(c) 1909 খ্রিস্টাব্দে

(d) 1908 খ্রিস্টাব্দে

16. কোন্ মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি?

(a) এশিয়া

(b) আফ্রিকা

(c) ওশিয়ানিয়া

(d) ইউরোপ

17. ভারতে ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

(a) ট্রম্বে

(b) পুনে

(c) দিল্লি

(d) বেঙ্গালুরু

18. জওহরলাল নেহরু ভারতের কোন্ শহরকে ‘মিনিয়েচার ইন্ডিয়া’ বলেছিলেন?

(a) মুম্বাই

(b) কলকাতা

(c) খড়গপুর

(d) দিল্লি

19. সিকিম ‘সহযোগী রাজ্য’-র মর্যাদা পায় সংবিধানের কোন্ সংশোধনে?

(a) 1969 খ্রিস্টাব্দের (22তম)

(b) 1974 খ্রিস্টাব্দের (35তম)

(c) 1974 খ্রিস্টাব্দের (42তম)

(d) 1975 খ্রিস্টাব্দের (36তম)

20. প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়?

(a) 1948 খ্রিস্টাব্দে

(b) 1950 খ্রিস্টাব্দে

(c) 1951 খ্রিস্টাব্দে

(d) 1952 খ্রিস্টাব্দে

21. চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সফলতার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল—

(a) বাংলায় উদ্বাস্তুদের সমস্যা

(b) পাকিস্তানের সঙ্গে যুদ্ধ

(c) স্বল্প বৃষ্টি

(d) উপরের সবকটি

22. ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল’ প্রতিষ্ঠিত হয়েছিল—

(a) 1949 খ্রিস্টাব্দে

(b) 1950 খ্রিস্টাব্দে

(c) 1952 খ্রিস্টাব্দে

(d) 1955 খ্রিস্টাব্দে

23. তড়িৎলেপন পদ্ধতিতে প্রলেপ দেওয়া হয়? লোহার উপর কোন্ ধাতুর –

(a) রুপো

(b) জিংক

(c) নিকেল

(d) টিন

24. বাতাসে কোন্ গ্যাস থাকার জন্য তেলছবির সাদা রং কালো হয়ে যায়?

(a) HO2

(c) CO2

(b) H2S

(d) SO2

25. চিপকো আন্দোলন কার নেতৃত্বে শক্তিশালী হয় ?

(a) আন্না হাজারে

(b) সুভাষ দত্ত

(c) সুন্দরলাল বহুগুনা

(d) মেধা পাটেকর

WBPSC Food SI Math. Practice Set pdf 3 ফাইলটি ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

Leave a Comment