WBPSC Food SI Practice Set 11: ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১১

WBPSC Food SI Practice Set 11
WBPSC Food SI Practice Set 11

আজকে প্রতিবেদনে  Food SI পদের চাকরিপ্রার্থীদের জন্য WBPSC Food SI Practice Set 11 দেওয়া হল। আজকের প্র্যাকটিস সেটে প্রতিদিনের মতো গুরুত্বপূর্ণ 10টি জি.কে প্রশ্ন থাকছে। এই সমস্ত প্র্যাকটিস সেট গুলি অবশ্যই বিগত বছর গুলির ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নের ধরন বিচার করে তৈরি করা হয়েছে। আপনারা অবশ্যই এই প্র্যাকটিস সেটগুলিকে নিয়মিত অভ্যাস করবেন। তাহলে অবশ্যই কয়েক ধাপ এগিয়ে থাকতে পারবেন।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

WBPSC Food SI Practice Set 11: ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১১

আমরা প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেট দেওয়ার চেষ্টা করে চলেছি। নিয়মিত আমাদের ওয়েবসাইটের আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন চলুন শুরু করা যাক।

1. পানীয় জলের pH-এর অনুমোদিত মান-

(a) 3.5-5.5

(b) 6.5-8.5

(c) 9.5-11.5

(d) 12.5-13.5

Answer: 6.5-8.5

2. জাতীয় উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন-

(a) প্রধানমন্ত্রী

(b) রাষ্ট্রপতি

(c) উপরাষ্ট্রপতি

(d) কেউই নয়

Answer: প্রধানমন্ত্রী

3. বর্তমানে সংবিধানের কোন ধারায় তপশিলি উপজাতিদের জন্য জাতীয় কমিশন গঠনের কথা বলা হয়েছে?

(a) 141 নং ধারা

(c) 338 (ক) নং ধারা

(b) 226 নং ধারা

(d) 338 (খ) নং ধারা

Answer: 338 (ক) নং ধারা

4. কে 1944 খ্রিস্টাব্দে অর্থনৈতিক পরিকল্পনাতে গান্ধিয়ান প্ল্যানের প্রস্তাব দিয়েছিলেন?

(a) শ্রীমান নারায়ণ আগরওয়াল

(b) এম এন রায়

(c) জয়প্রকাশ নারায়ণ

(d) অমর্ত্য সেন

Answer: শ্রীমান নারায়ণ আগরওয়াল

WBPSC Food SI Math. Practice Set pdf 3 ফাইলটি ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

5. বৈদ্যুতিক মোটরে ব্যবহৃত তামার বলয়কে বা আংটিকে কী বলা হয়?

(a) আর্মেচার

(b) ব্রাশ

(c) কম্যুটেটর

(d) ইন্ডিয়াম

Answer: কম্যুটেটর

6. লেন্সের ক্ষমতার একক কোন্‌টি?

(a) ডায়াপটার

(b) ওয়াট

(c) অশ্বক্ষমতা

(d) কিলোওয়াট-ঘণ্টা

Answer: ডায়াপটার

7. ঘন মাধ্যমে রাখা কোনো বস্তুকে হালকা মাধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় হবে?

(a) উপরের দিকে উঠে আসবে

(b) নীচের দিকে সরে যাবে

(c) একই জায়গায় থাকবে

(d) পাশে সরে যাবে

Answer: উপরের দিকে উঠে আসবে

8. খাদ্য নষ্ট হওয়ার কারণ কোন্‌টি?

(a) মশা-মাছি

(b) জীবাণু

(c) তেলাপোকা

(d) ইঁদুর

Answer: জীবাণু

9. ঘি, মাখন হল-

(a) লিপিড

(b) প্রোটিন

(c) ভিটামিন

(d) (a), (b), (c) তিনটিই

Answer: লিপিড

10. কোন্ দেশের দুগ্ধ উৎপাদনের উন্নতি ঘটাতে প্রযুক্তিগত সহায়তা করবে ভারত?

(a) বাংলাদেশ

(b) নেপাল

(c) শ্রীলঙ্কা

(d) ভুটান

Answer: শ্রীলঙ্কা