সালোকসংশ্লেষ : যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত জীব কোশে, সূর্যালোকের উপস্থিতিতে, পরিবেশ থেকে শোষিত জল এবং কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং গৃহীত কার্বন-ডাই-অক্সাইড এর সম অনু অক্সিজেন গ্যাস নির্গত হয় তাকে সালোকসংশ্লেষ বলে।

Part- 2 এর জন্য এইখানে ক্লিক করো : [ সালোকসংশ্লেষ কাকে বলে ? What is Photosynthesis? Light Independent Phase. Part 2 ]★★★
★★★★★কুইজে অংশগ্রহণ করার জন্য এইখানে ক্লিক করো: [ সালোকসংশ্লেষ কুইজ: Life science MCQ Quiz in Bengali ]
সালোকসংশ্লেষের রাসায়নিক সমীকরণটি হল-
6CO2 + 12H2O +সূর্যালোক/ক্লোরোফিল → C6H12O6+6H2O+6O2
সালোকসংশ্লেষের প্রধান রঞ্জক গুলি কি কি?
সালোকসংশ্লেষীয় রঞ্জক: উদ্ভিদ দেহে ক্লোরোপ্লাস্ট এর মধ্যে গ্রানা এবং স্টোমাতে উপস্থিত, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি হলো সালোকসংশ্লেষের প্রধান রঞ্জক।
সালোকসংশ্লেষ কোথায় ঘটে?
সালোকসংশ্লেষ কোথায় ঘটে বা সালোকসংশ্লেষের স্থান: উদ্ভিদ দেহের সমস্ত ক্লোরোফিলযুক্ত অংশেই সালোকসংশ্লেষ ঘটে থাকে। তবে সবুজ পাতায় উপস্থিত মেসোফিল কলাই হলো সালোকসংশ্লেষের প্রধান স্থান।
সবুজ উদ্ভিদের বিভিন্ন সালোকসংশ্লেষকারী অঙ্গ :
| মূল: | অর্কিড, রান্না ও পানিফলের সবুজ মূল। |
| কাণ্ড: | ফণীমনসা, কুমড়ো, লাউ, পুঁই প্রভৃতি। |
| পাতা: | সমস্ত সবুজ পাতা। |
| দলমণ্ডল: | কাঁঠালি চাঁপা, আতা। |
| পরবৃত্ত: | আকাশমণি। |
| বৃতি: | চালতা, শালুক। |
| পুষ্পধরপত্র: | মুক্তাঝুরি, বাসক। |
| ফলত্বক: | টর, আম, ডাব। |
| উপপত্র: | মটর, জংলি মটর। |
পাতাকেই সালোকসংশ্লেষের প্রধান স্থান রূপে গণ্য করা হয় কেন?
পাতাকে সালোকসংশ্লেষের প্রধান স্থান রূপে গণ্য করার কারণ হল-
- পাতা চ্যাপ্টা ও প্রসারিত হওয়ায় অধিক পরিমাণে সূর্যালোক শোষণ করতে পারে।
- পাতার মেসোফিল কলায় বেশি ক্লোরোপ্লাস্ট থাকে এবং পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড এর গ্রহণ ও বর্জনের কাজটি সহজেই হয়।
কত তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোকসংশ্লেষ ভালো হয়?
আলোর সাতটি বর্ণের মধ্যে নীল (৪৩০ – ৪৭০ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য) এবং লাল (৬১০ – ৭০০ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য )রশ্মি কে, ক্লোরোফিল সব থেকে বেশি শোষণ করতে পারে। অর্থাৎ 430 – 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত আলোতে সালোকসংশ্লেষ সবথেকে ভালো হয়।
সালোকসংশ্লেষ কে উপস্থিতি বিপাক বলা হয় কেন?
যে গঠনমূলক বিপাক ক্রিয়াতে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় এবং শক্তির স্থিতিকরণ ঘটে তাকেই উপচিতি বিপাক বলে। যেহেতু সালোকসংশ্লেষ প্রক্রিয়াটিতে উদ্ভিদ দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় এবং শক্তির স্মৃতিও ঘটে, তাই সালোকসংশ্লেষ কে উপস্থিতি বিপাক বলা হয়।
সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদান গুলি কি কি?
সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদান : সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চারটি অপরিহার্য প্রধান উপাদান প্রয়োজন। উপাদান গুলি হল জল, কার্বন-ডাই-অক্সাইড, সূর্যালোক এবং ক্লোরোফিল। এছাড়াও ক্যারোটিনয়েড রঞ্জক, ADP (Adenosine di-Phosphate), NADP (Nicotinamide Adenine Di-nucleotide Phosphate), RuBP (Ribulose 1,5-bisphosphate) গুরুত্বপূর্ণ উপাদান।
সালোকসংশ্লেষের আলোক নির্ভর দশাটি কোথায় ঘটে?
কোথায় ঘটে: সালোকসংশ্লেষের আলোক নির্ভর দশাটি ক্লোরোপ্লাস্ট এর মধ্যে গ্রানাতে ঘটে।
এই দশার প্রয়োজনীয় উপাদানগুলি কি কি ?
প্রয়োজনীয় উপাদান: এই দশার প্রয়োজনীয় উপাদান গুলি হল সূর্যালোক ক্লোরোফিল জল এবং এডিপি।
একে আলোক নির্ভর দশা বলা হয় কেন?
সালোকসংশ্লেষের এই দশাটি আলোর উপস্থিতিতেই সম্পন্ন হতে পারে সেজন্য একে আলোক দশা বলা হয়।
আলোক দশার ধাপ গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।
সালোকসংশ্লেষের আলোক নির্ভর দশা:
আলোক নির্ভর দশাটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়-
প্রথম ধাপ: সৌর শক্তির আবদ্ধকরণ ও ক্লোরোফিলের সক্রিয়তা:
ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কনা শোষণ করে উত্তেজিত বা সক্রিয় হয়ে ওঠে। এর ফলে সক্রিয় ক্লোরোফিল অনু থেকে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন নির্গত হয়।
দ্বিতীয় ধাপ: জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস :
সক্রিয় ক্লোরোফিল জল অনুকে বিশ্লিষ্ট করে হাইড্রোজেন আয়ন (H+)এবং হাইড্রোক্সিল আয়নে (OH−) পরিণত করে। এই বিক্রিয়াটিকে ফটোলাইসিস বলা হয়।
H2O ⇆ 2H+ + OH−
তৃতীয় ধাপ: বিজারিত NADPH উৎপাদন:
জলের আলোক বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন আয়ন (H+) পাতায় উপস্থিত যৌগ NADP এর সাথে যুক্ত হয়ে বিজারিত NADPH গঠন করে।
NADP + H+ = NADPH
চতুর্থ ধাপ: অক্সিজেন উৎপাদন:
জলের ফটোলাইসিসের ফলে উৎপন্ন হাইড্রোক্সিল(OH−) আয়ন থেকে ইলেকট্রন (e−) বিচ্যুত হয়ে হাইড্রোক্সিলমূলকে (OH) পরিণত হয়। এরপর চার অনু হাইড্রোক্সিল মূলক থেকে 2অনু জল (H2O) এবং 1 অনু অক্সিজেন উৎপন্ন হয়। এই অক্সিজেন পত্ররন্ধ্রের মাধ্যমে নির্গত হয়।
OH− – e− = [OH]
4[OH] = 2H2O + O2 ↑
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস যে জল, এটি রোবিন হিল 1940 খ্রিস্টাব্দে প্রথম পরীক্ষা করে দেখিয়েছিলেন। সেজন্য এটিকে হিল বিক্রিয়াও বলা হয়।
পঞ্চম ধাপ: ফটোফসফোরাইলেসন :
ক্লোরোফিল থেকে নির্গত উচ্চ শক্তি যুক্ত ইলেকট্রন (e−), পাতায় উপস্থিত যৌগ ADP কে, অজৈব ফসফেট (Pi) এর সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে উচ্চশক্তি সম্পন্ন ATP প্রস্তুত করে।
ADP + (Pi) = ATP
so nice