আজ SSC MTS পরীক্ষার জন্য GK এবং GI থেকে SSC MTS Online Mock Test 1 শেয়ার করলাম। SSC MTS পরীক্ষায় এবার বাংলায় প্রশ্ন হবে। MTS পরীক্ষার জন্য জেনারেল নলেজ এবং জেনারেল ইনটেলিজেন্সি থেকে 40 টি প্রশ্ন নিয়ে এই মক টেস্টের আয়োজন করা হয়েছে।
এছাড়াও আজকের প্রতিবেদনে সম্পূর্ণ 90 নম্বরের একটি প্র্যাকটিস সেট -এর PDF ফাইল দেওয়া হল। নিচে ডাউনলোড অপশনে ক্লিক করে এই ফাইল ডাউনলোড করে নেওয়া যাবে। যেটি তোমাদের WBCS ★ WBP ★ Rail ★ Tet ★ Bank ★ Chsl ★ Defence প্রভৃতি পরীক্ষার প্রস্তুতিকেও সমৃদ্ধশালী করে তুলবে। মক টেস্ট শেষে ফিনিশ (FINISH) বটনে ক্লিক করলেই তোমার পরীক্ষার স্ট্যাটাস সহ স্কোর দেখা যাবে এবং সমস্ত প্রশ্নের সঠিক উত্তরও দেখতে পাওয়া যাবে। চলো শুরু করা যাক আজকের মক টেস্ট।
SSC MTS Practice Set PDF Download
Online Mock Test Details:
Name | Mock Test |
---|---|
EXAM | SSC MTS 2023 |
SUBJECT | GK & GI |
TOTAL QUESTION | 40 |
LANGUAGE | Bengali |
SSC MTS Online Mock Test 1
#1. অ্যাভোগাড্রো সংখ্যা কে নির্ণয় করেন?
#2. মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল?
#3. আন্দামানে ভারতের কোন্ গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন?
#4. পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত—
#5. পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায়-
#6. দশম পরিকল্পনা শুরু হওয়া পর্যন্ত কতগুলি বার্ষিক পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে?
#7. ক্যাথোড রশ্মিতে যে তড়িতাহত কণিকা থাকে তাকে বলে-
#8. নিম্নলিখিত উদ্ভিদগুলির কোন্টি মূলবিহীন?
#9. পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হল—
#10. ওয়াট্সন ও ক্রিক কী আবিষ্কারের জন্য বিখ্যাত?
#11. ম্যাকমোহন সীমান্তরেখা নিম্নলিখিত কোন্ দুটি দেশের মধ্যে নির্দেশ করে?
#12. ‘তহকিক-ই-হিন্দু’ কে রচনা করেছিলেন?
#13. ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোন্টি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত?
#14. নিম্নে উল্লিখিত ভারতের কোন্ রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়?
#15. বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়-
#16. নিম্নোক্ত রাশিগুলির মধ্যে কোন্টি ভেক্টর রাশি?
#17. পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ-
#18. সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পুনর্বিবেচনার জন্য সেটি হল—
#19. দক্ষিণ-পূর্ব দিককে উত্তর দিক এবং উত্তর-পূর্ব দিককে পশ্চিম দিক ধরা হলে পূর্ব দিক নতুন পদ্ধতিতে কোন্ দিক নির্দেশ করবে?
#20. স্নায়ুকোশ সৃষ্টি হয় এন্থ্রায়নিক কোন্ স্তর থেকে?
#21. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
#22. নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোন্টি তুলাচাষের উপযোগী?
#23. কোন্ গভর্নর-জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল?
#24. পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর প্রবাহের ফলে, যা আসে—
#25. কে ‘অমিত্রঘাত' নামে পরিচিত ছিলেন?
#26. এক ব্যক্তি প্রথমে পশ্চিমদিকে 4 মিটার হাটে পরে উত্তরদিকে 4কিমি হাঁটে তারপর আবার পূর্বদিকে 1 কিমি হাটে প্রথম স্থান থেকে লোকটির দূরত্ব কত?
#27. রহিম Class-এ 40 জনের মধ্যে 19তম তবে শেষের দিক থেকে গণনা করলে রহিমের র্যাঙ্ক কত হবে?
#28. যদি 2001 সালের প্রথম দিনটি সোমবার হয় তবে বছরের শেষ দিনটি কি বার হবে?
#29. নিম্নলিখিত শব্দগুলো পরস্পরের সম্পর্ক যুক্ত এই গুলিকে ক্রমঅনুযায়ী সাজাও— (i) কাগজ (ii) লেখক (iii) মলাট (iv) বই
#30. বেমানান অক্ষরটি খুঁজে বের কর— A, D, I, M, Q
#31. নিম্নলিখিত কোন্টি বেমানান—
#32. কোন্টি অন্যগুলোর থেকে আলাদা—
#33. একটি ট্রেনের দৈর্ঘ্য x মিটার, একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য y মিটার। ট্রেনটিকে ওই প্ল্যাটফর্ম অতিক্রম করতে কতদূর যেতে হবে?
#34. ত্রিভুজের কোড 4, পঞ্চভুজের কোড 6, বৃত্তের কোড 5, বর্গক্ষেত্রের কোড 1 তবে ত্রিভুজ + বৃত্ত – পঞ্চভুজ × বর্গক্ষেত্র = কত?
#35. কোন্টি ভিন্ন গোত্রের?
#36. যদি COT = 123 হয় এবং PUCK = 4516 হয় তবে COCK এর মান কত?
#37. 1, 5, 11, 19, 29, 41, 55, ?
#38. 876, 825, 776, 729, ?
#39. 3, 7, 13, ?, 31
#40. 0, 3, 15, 35, 63, 99, ?
Food SI Exam 2023 -এর মক টেস্ট দেয়ার জন্য এখানে ক্লিক করুন।