Acknowledgement in bengali: কৃতজ্ঞতা স্বীকার বাংলা প্রজেক্ট এর জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেকের বিদ্যালয়ে কৃতজ্ঞতা স্বীকার প্রজেক্ট এর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।
প্রজেক্ট এর মধ্যে কৃতজ্ঞতা স্বীকার লেখার সময় কিছু নিয়ম খেয়াল রাখতে হয়। নিচে বাংলা প্রজেক্ট এর জন্য কৃতজ্ঞতা স্বীকার কিভাবে লিখতে হবে তা দেখানো হলো:
কৃতজ্ঞতা স্বীকার বাংলা প্রজেক্ট এর জন্য-
বাংলা প্রকল্পটি সম্পূর্ণ করতে সহযোগিতা ও মূল্যবান মতামত প্রদানের জন্য আমি আমার শিক্ষক-শিক্ষিকা শ্রী/শ্রীমতী……….. মহাশয়/ মহাশয়ার প্রতি কৃতজ্ঞ।
এবং ধন্যবাদ জানাই বিদ্যালয়ের গ্রন্থাগারিক শ্রী/ শ্রীমতী………. মহাশয়/ মহাশয়াকে তাঁর সহায়তার জন্য।
প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য আমার সকল সহপাঠীদের ধন্যবাদ জানাই সর্বোপরি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কে এরকম একটি কৌতূহল পূর্ণ প্রাত্যহিক জীবনের সঙ্গে জড়িত বিষয়কে পাঠক্রমের অন্তর্ভুক্ত করার জন্য।