Admission in the best Institutions of Nursing: নার্সিংয়ের সেরা প্রতিষ্ঠানে ভর্তি মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের চাকরির বিরাট সুযোগ

Admission in the best Institutions of Nursing: নার্সিংয়ের সেরা প্রতিষ্ঠানে ভর্তি, এসে গেল মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের চাকরির বিরাট সুযোগ। উচ্চমাধ্যমিকের ফলাফল বেরনোর পর কোন কোর্স নিয়ে পড়লে নিশ্চিত চাকরি পাবেন? তা জানার জন্য দেশের প্রথম সারির প্রতিষ্ঠান তথা ‘ডেলয়েট’এর একটি প্রতিবেদনে জানা গেছে যে, নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্স নিয়ে পড়লে সবচেয়ে চটজলদি ও কম কোর্স ফীতে নিশ্চিত চাকরি পাওয়া যায়। একথা সত্যি আগামী ২ বছর এই দু’টি পেশায় কয়েক লক্ষ ট্রেনড ছেলে-মেয়ে প্রয়োজন।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন
Admission in the best Institutions of Nursing
Admission in the best Institutions of Nursing

নার্সিংয়ের সেরা প্রতিষ্ঠানে ভর্তি – Admission in the best Institutions of Nursing

উচ্চ মাধ্যমিক পাশ করার পর নার্সিং বা প্যারামেডিক পেশা যাঁরা নিতে চান তাঁদের শিক্ষা প্রতিষ্ঠান বাছার সময় এইসব প্যারামিটার অবশ্যই মাথায় রাখতে হবে:

(১) কলেজের প্লেসমেন্ট সেল,

(২) প্র্যাক্টিক্যালের বেশি সময়,

(৩) ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ট্রেনিং,

(৪) উন্নত মানের ফ্যাকাল্টি,

(৫) রাজ্য / কেন্দ্রীয় সরকার (INC) অনুমোদিত কোর্স ইত্যাদি।’

উপরের সবকটি ব্যাপার মাথায় রেখেই একথা নিসন্দেহে বলা যায় যে, বালিগঞ্জের Apollo Care Institute- এ নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্স পড়ানোর ক্ষেত্রে অনেক দিক থেকে এগিয়ে আছে। প্রতিষ্ঠানের অ্যাডমিশন ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, এখানে ভরতি চলছে মূলত এই ৩ বিষয়ে:

(১) উচ্চমাধ্যমিক পাশেদের জন্য ৩ বছরের জিএনএম কোর্স (ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল-INC অনুমোদিত),

(২) মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের জন্য ২ বছরের বিএসএস প্র্যাক্টিক্যাল নার্সিং (ভারত সরকার অনুমোদিত)

(৩) উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য ২ বছরের প্যারামেডিক্যাল কোর্স (ভারত সরকার অনুমোদিত)।

Recruitment of 20000 GD Constables in Assam Rifles: ২০ হাজার কনস্টেবল-জি.ডি-র দরখাস্ত নেওয়া শুরু আগস্টে – এইখানে ক্লিক করুন

কেন এই প্রতিষ্ঠানটি এখন রাজ্যের মধ্যে অন্যতম সেরা, তার ব্যাখা দিতে গিয়ে সংস্থার প্রিন্সিপ্যাল জানালেন যে, ‘আমাদের প্রতিষ্ঠানে যেকোনো ছেলেমেয়ে একবার ভরতি হলে, তার কেরিয়ার তৈরি করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের, অর্থাৎ এখানে কোর্স শেষে চাকরি সে পাবেই। ফলে ছেলেমেয়েদের ট্রেনিং যেমন উচ্চ পর্যায়ের হয় তেমন তাদের গ্রুমিংও হয় ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড- যা চাকরির ইন্টারভিউ ক্র্যাক করতে বিশেষভাবে সহায়ক হয়। এই প্রতিষ্ঠানের ল্যাবে ইনস্ট্রুমেন্টের ব্যবহারিক প্রয়োগ এমনভাবে যত্ন নিয়ে শেখানো হয়, যাতে এখানকার ছেলেমেয়েরা যেকোনো নামিদামি হাসপাতাল / নার্সিংহোমে সহজেই চাকরি পায়।

মাধ্যমিক / উচ্চমাধ্যমিক পাশ করার পর নার্সিংয়ের কি বিষয় নিয়ে পড়লে, সুনিশ্চিত চাকরি পাওয়া যাবে তা জানার জন্য সরাসরি ফোনের মাধ্যমে এখনই যোগাযোগ করতে হবে এই নম্বরে: ৯৮৩১৭৮৯৫৩৬, ৯৬৭৪৩ ০৭৯২৮ অথবা সরাসরি ইনস্টিটিউটের অফিসে: Apollo Care Institute, ২০/১, বালিগঞ্জ স্টেশন রোড, কলকাতা ৭০০ ০১৯।

Leave a Comment