GK in Bengali GK in Bengali: Edubangla তে সকলকে স্বাগত! আজকের প্রতিবেদনে আমরা Food SI 2023 Mock Test 3 এর আয়োজন করেছি। এখানে যে লিখিত পরীক্ষা হয় সেখানে জেনারেল স্টাডিজ থেকে ৫০টি কোশ্চেন থাকে, এবং পাটিগণিত বিভাগ থেকে থাকে ৫০ টি কোশ্চেন।
জেনারেল স্টাডিজ থেকে যে ৫০ টি কোশ্চেন থাকে তার প্রস্তুতির জন্য GK বিভাগ থেকে কিছু প্রশ্ন নিয়ে একটি মক টেস্ট এর আয়োজন করা হয়েছে। সমস্ত প্রশ্নের উত্তর দেয়ার পর সবশেষে সাবমিট বটনে ক্লিক করলেই প্রশ্নের সঠিক উত্তরগুলি সাথে সাথে আপনার প্রাপ্ত নাম্বারটিও দৃশ্যমান হবে। চলুন শুরু করা যাক।
Physics Mock Test for all gov. exam [Specially Food SI Exam 2023] 1 (click here)
GK in Bengali: Food SI 2023 Mock Test 3
#1. কোন্টি অন্যান্য গুলির থেকে আলাদা-#2. নিম্নলিখিত যোড়া গুলির মধ্যে কোন্টি বেমানান—#4. ভূল সংখ্যা নির্ণয় কর—10, 19, 30, 42, 58, 75#5. জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক সংখ্যাটি বসাও – 2, 5, 10, 17, ?
#6. একজন পুরুষেকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন “তিনি আমার মায়ের একমাত্র পুত্র তবে পুরুষের সঙ্গে স্ত্রীলোকটির সম্পর্ক কি?#7. একটি বাগিচায় 10টি গাছ লাগানো হয়েছে প্রতিটি গাছের দূরত্ব 4 মিটার, তবে দুই প্রান্তের দুটি গাছের মধ্যে দূরত্ব কত?#8. কোন ঘড়ির উভয় কাটা সারাদিনে কতবার সমকোণ তৈরি করে।#9. “ভোটের দ্বারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়” (1) সব ভোটার ভোট দেয় (2) ভোট দেওয়া নাগরিকের কর্তব্য (3) ভোট জনগণের মৌলিক অধিকার-#10. যদি A, B এর ভাই হয়; B, C-এর বোন হয়; এবং C, D এর বাবা হয়, তবে D ও A এর সাথে সম্পর্ক কী?
#11. এক ব্যক্তি প্রথমে পশ্চিমদিকে 4মিটার হাটে পরে উত্তরদিকে 4কিমি হাঁটে তারপর আবার পূর্বদিকে 1 কিমি হাটে প্রথম স্থান লোকটির দূরত্ব কত?#12. রহিম Class-এ 40 জনের মধ্যে 19তম তবে শেষের দিক থেকে গণনা করলে রহিমের র্যাঙ্ক কত হবে?#13. যদি 2001 সালের প্রথম দিনটি সোমবার হয় তবে বছরের শেষ দিনটি কি বার হবে?#14. 2003 সালে 3রা ডিসেম্বর একজন কর্মচারী কাজে যোগ দিল 31 মাৰ্চ 2004 সালে তাকে ছাটাই করা হল সে কতদিনের বেতন পাবে?#15. একটি ট্রেনের দৈর্ঘ্য x মিটার, একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য y মিটার। ট্রেনটিকে ওই প্ল্যাটফর্ম অতিক্রম করতে কতদূর যেতে হবে?
#16. নিম্নলিখিত শব্দগুলো পরস্পরের সম্পর্ক যুক্ত। এই গুলিকে ক্রমঅনুযায়ী সাজাও—(i) কাগজ (ii) লেখক (iii) মলাট (iv) বই#17. বেমানান অক্ষরটি খুঁজে বের কর। A, D, I, M, Q#18. 5, 8, 12, 17, 23, ?, 38, ?- কী বসবে?#19. ত্রিভুজের কোড 4, পঞ্চভুজের কোড 6, বৃত্তের কোড 5, বর্গক্ষেত্রের কোড 1 তবে ত্রিভুজ + বৃত্ত -পঞ্চভুজ × বর্গক্ষেত্র = কত?#20. নিম্নলিখিত কোন্টি বেমানান—
#21. কোন্টি ভিন্ন গোত্রের ?Results -
PASS
Whatsapp গ্রুপে যুক্ত হন
Join
Telegram গ্রুপে যুক্ত হন Join
FAIL , TRY AGAIN
Whatsapp গ্রুপে যুক্ত হন
Join
Telegram গ্রুপে যুক্ত হন Join