GK Question Answer, বিষয়: পরিবেশ বিজ্ঞান: আজকের প্রতিবেদনে পরিবেশ বিজ্ঞান বিষয় থেকে 12টি জেনারেল নলেজ দেওয়া হল। প্রতি প্রশ্নের জন্য চারটি করে অপশন বরাদ্দ আছে। প্রতি প্রশ্নের জন্য একটি সঠিক উত্তর সিলেক্ট করতে হবে। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর সবশেষে সাবমিট অপশনে ক্লিক করলেই ১২ নম্বরের মধ্যে আপনার প্রাপ্ত নম্বরটি দেখতে পাবেন এবং আপনি সফল হয়েছেন কিনা তাও জানতে পারবেন। এক্ষেত্রে 60% নম্বর কে পাস হিসাবে গ্রাহ্য করা আছে।
এখানে প্রসঙ্গত উল্লেখ্য এই প্রশ্নগুলি যেকোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রেই ভীষণভাবে প্রয়োজনীয়। তাহলে আর দেরি না করে এখনই চটপট উত্তর দিয়ে দিন এবং আপনার জ্ঞান যাচাই করুন। তার সঙ্গে আপনার এই পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা এবং প্রাপ্ত নম্বর যদি কমেন্ট বক্সে জানাতে পারেন তো আমরা প্রচুর উৎসাহিত হই। চলুন শুরু করা যাক।
GK Question Answer, বিষয়: পরিবেশ বিজ্ঞান
#1. National Bank for Agricultural and Rural Development (NABARD) হল একটি-
#2. ক্যালসিফেরল (রাসায়নিক নাম) হল-
#3. ‘Azolla’ উদ্ভিদটি কী জাতীয় ?
#4. প্রাকৃতিক সম্পদের সুরক্ষার ব্যবস্থাকে কী বলে?
#5. স্বভোজী ও পরভোজী জীবের অসম্পূর্ণভাবে পাচিত মৃত দেহাবশেষকে কী বলা হয় ?
#6. নীচের কোনটি স্পন্দন গতির উদাহরণ নয় ?
#7. কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়?
#8. কার্বোহাইড্রেটে পূর্ণ উদ্ভিজ্জ খাদ্য হল—
#9. ‘ম্যাসন’ হল এক প্রজাতির-
#10. ভরতপুর অভয়ারণ্যে ডলফিন এবং গন্ডারদের জন্য চিড়িয়াখানা তৈরি করছে কোন্ রাজ্য?
#11. প্রাকৃতিক বাস্তুতন্ত্র ও জীবমণ্ডলের বস্তু ও পরিবেশের সহনযোগ্য প্রয়োগই—
#12. গাড়িতে শব্দদূষণ রোধে কী ব্যবহার করতে হবে ?
Results
PASS
FAIL , TRY AGAIN
Physics Mock Test for all gov. exam [Specially Food SI Exam 2023] 1