RRB Mock Test 2024, RRB NTPC Mock Test-5, বাংলাতে মক টেস্ট দিন। সেট ৫

RRB NTPC Mock Test-5
RRB NTPC Mock Test

RRB NTPC Mock Test-5 : ইতিমধ্যেই Indian RRB NTPC এর ফরম ফিলাপ শুরু হয়েছে। অনেকেই ফর্ম ফিলাপ করে ফেলেছেন। যে সমস্ত চাকরিপ্রার্থীরা Indian RRB NTPC এর পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য Eduবাংলা ধারাবাহিক মক টেস্টের আয়োজন করেছে। আজকের মক টেস্টটি ভারতীয় সংবিধান ও রাজনীতি বিভাগ থেকে ২৫ টি বাছাই করা প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে। আপনারা এই ফ্রি মক টেস্ট গুলিতে অংশগ্রহণ করে নিজেদের প্রস্তুতিকে যাচাই করে নিতে পারেন।

বাংলাতে মক টেস্ট দিন, সেট 5 (RRB NTPC Mock Test-5)

সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর সবশেষে Finish বাটনে ক্লিক করলে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর সহ আপনার প্রাপ্ত নাম্বার দেখতে পাবেন। 60% নাম্বার পেলে আপনি সফলতা অর্জন করবেন। চলুন শুরু করা যাক।

RRB NTPC Mock Test-4-দেওয়ার জন্য এইখানে ক্লিক করুন

বিষয়- ভারতীয় সংবিধান ও রাজনীতি (২৫ টি প্রশ্ন নিয়ে মক টেস্ট)

Results

-

অভিনন্দন আপনি এই পরীক্ষাটিতে সাফল্য অর্জন করেছেন।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

দুঃখিত, আপনি এই মুহূর্তে পরীক্ষাটি তে উত্তীর্ণ হতে পারেননি। তবে আপনার প্রস্তুতিকে আরো দৃঢ় করে আরেকবার চেষ্টা করুন।

Whatsapp গ্রুপে যুক্ত হন
Telegram গ্রুপে যুক্ত হন

#1. ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যদি থাকে ---

#2. ভারতের লোকসভায় নির্বাচিত হতে গেলে ন্যূনতম বয়স হল ---

#3. ভারতীয় সংবিধানের ৩৭১ ধারা প্রযোজ্য ---

#4. ভারতের প্রথম ভাষাভিত্তিক অঙ্গরাজ্য হল ---

#5. স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন ---

#6. ভারতের রাষ্ট্রপতি একটি অঙ্গরাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করতে পারেন ---

#7. পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠা প্রথম হয় ভারতের কোন রাজ্যে ?

#8. সংবিধানের কোন অংশে গান্ধীবাদী নীতি বর্ণিত হয়েছে ?

#9. পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপালের নাম কী ?

#10. কততম সংশোধনের মাধ্যমে লোকসভার মেয়াদ ৫ থেকে ৬ বছরে উন্নীত করা হয়েছিল ?

#11. কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান কে ?

#12. সংস্কৃতি ও শিক্ষার অধিকার সংবিধানের কোন ধারায় ঘোষণা করা হয়েছে ?

#13. কোন মূল অধিকারটিকে ড: বি আর আম্বেদকর সংবিধানের কেন্দ্রবিন্দু বলে আখ্যা দিয়েছেন ?

#14. মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়েছে ?

#15. 'পঞ্চায়েতি রাজ' কত সালে প্রতিষ্ঠিত হয় ?

#16. কোন বিধেয়ক কেবলমাত্র সংসদের প্রত্যক্ষ কক্ষের দুই-তৃতীয়াংশ সংখাধিক্যের ছাড়া গৃহীত হয় না ?

#17. রাজ্যসভার সভাপতিত্ব কে করেন ?

#18. পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হাসিম আবদুল হালিম কোন আন্তর্জাতিক সংস্থার সভাপতি নির্বাচিত হয়েছেন ?

#19. একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে ?

#20. কোন রাজ্যে সরকার ও পুলিশ, নকশাল দমনে জনসাধারণের সাহায্যে 'সালভা ডুলুম' নামে প্রতিরোধ বাহিনী গড়েছে ?

#21. জাতীয় গ্রামীণ কর্মসুনিশ্চিত আইন কবে চালু হয়েছে ?

#22. ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তর কোনটি?

#23. কোন আইনে প্রথম মুসলমান সমাজের জন্য পৃথক প্রতিনিধিত্বের ব্যবস্থা করা হয় ?

#24. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয় ?

#25. নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত ?

Finish

Leave a Comment